বিশ্বনাথ বিডি ২৪ || 25 November, 2018, 3:56 PM || আন্তর্জাতিক
অধিকৃত কাশ্মির উপত্যকায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছয় স্বাধীনতাকামী ও এক সেনা সদস্য নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, রোববার সকালে দক্ষিণ কাশ্মিরে একটি ‘জঙ্গি ঘাঁটিতে’ অভিযানকালে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
শ্রীনগর সেনাঘাঁটির মুখপাত্র কোল রাজেশ কালিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে দক্ষিণ কাশ্মিরের একটি ‘জঙ্গি ঘাঁটি’তে অভিযান চালানো হয়। সেনাদের উপস্থিতি টের জঙ্গিরা গুলি চালায় আত্মরক্ষার্থে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়, এক পর্যায়ে পিছু হটে ‘জঙ্গিরা’।’
পরে সেখান থেকে সাতটি লাশ ও বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে একজন সেনা সদস্যের লাশও আছে বলে বলেও জানান কোল রাজেশ কালিয়া।