বিস্তারিত
  • ফয়সাল হাবিব সানি’র কবিতা – `যেদিকেই যেতে চাও’


    স্টাফ রিপোর্টার || 19 January, 2018, 10:54 PM || শিল্প ও সংস্কৃতি


    যেদিকেই যেতে চাও

    যেদিকেই বাড়িয়েছো পা, সেদিকেই অামার ছায়া
    এখন অামি পথ, পথই অামার কায়া।
    যেদিকেই দিয়েছো হাত, সেদিকেই অামায় ছোঁবে
    কেননা তোমার হাত, অামার বুকের ‘পরেই রবে।
    যেদিকেই ফিরিয়েছো চোখ, দৃশ্যত ডানে ও বামে
    তোমার চোখ কিনে নিয়েছি অঢেল তৃষ্ণার দামে।
    যেদিকেই দিয়েছো কান, কি এক কণ্ঠ হবে শ্রুত
    সে যে অামারই গলা! শুনতে পাবে দ্রুত।
    যেদিকেই রেখেছো বুক, সেদিকেই পাবে শান্তি
    কেটে যাবে মোহের ক্রান্তি, ক্লান্তি, ভ্রান্তি।
    যেদিকেই করবে মুখ, নিঃশ্বাসে থাকব জুড়ে
    অতি নিকটে, কে বলেছে দূরে!
    যেদিকেই থাকবে দাঁড়িয়ে, অামায় দেখবে পাশেই
    শুষে নেবো তোমার বাতাস, আমার প্রতিটা শ্বাসেই।
    যেদিকেই থাকো বসে, আসব আমি হঠাৎ
    বুকেতে বয়ে প্রপাত!

    যেদিকেই যেতে চাও, চলে যাও- হও রূপান্তর
    রেখে যাও শুধু বুকের পাতাল- শুভ্র, শুদ্ধত অন্তর।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ