বিস্তারিত
  • দুর্নীতি দমন কমিশন কর্তৃক বিতর্ক প্রতিযোগিতায় কামাল বাজার ফাযিল মাদরাসা চ্যাম্পিয়ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 10 March, 2020, 9:18 PM || শিক্ষাঙ্গন


    বিশ্বনাথ উপজেলার সকল প্রতিষ্ঠানের অংশগ্রহনের মধ্য দিয়ে দুইদিন ব্যাপী উপজেলা পর্যায়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক বিতর্ক প্রতিযোগিতা -২০২০ সম্পন্ন হয়েছে।

    উপজেলা প্রশাসনের উদ্যোগে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে আজ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।

    উক্ত বির্তক প্রতিযোগিতা ৩৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। বির্তক প্রতিযোগিতায় বির্তকের বিষয় ছিল “দূনীর্তি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারে ভূমিকাই মূখ্য,”

    উপজেলা দুনীর্তি প্রতিরােধ কমিটির সভাপতি অধ্যক্ষ কে এম মনোওর আলীর সভাপতিত্বে  উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান।

    বিচারকের দায়িত্বে ছিলেন বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তাপসী চক্রবর্তী ও উপজেলা দুনীর্তি প্রতিরােধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নেছার আহমদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তী দেব, একাডেমিক সুপার ভাইজার ফজলুল হক।

    প্রতিযোগীতায় কামাল বাজার ফাযিল মাদরাসা (চ্যাম্পিয়ন), আল-আজম স্কুল এন্ড কলেজ (১ম রানার্সআপ) এবং একলেমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় (২য় রানার্স আপ) হওয়ার গৌরব অর্জন করে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ