বিস্তারিত
  • কোরআন অবমাননার প্রতিবাদে বিশ্বনাথে তাওহিদী জনতার মিছিল-সমাবেশ


    বিশ্বনাথ বিডি ২৪ || 07 October, 2025, 6:53 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথে ‘নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়’র শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পৌর শহরের তাওহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৭ অক্টোবর) বাদ যোহর বিশ্বনাথ দারুল উলুম জামিয়া মাদানিয়া মাদ্রাসর প্রধান ফটকের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত সমাবেশ স্থলে এসে শেষ হয়।

    বিক্ষোভ মিছিল শেষে হেফাজতে ইসলাম বিশ্বনাথের আহবায়ক মাওলানা কামরুল ইসলাম ছমীরের সভাপতিত্বে ও জামিয়া মাদানিয়া বিশ্বনাথের শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বনাথ দারুল উলুম জামিয়া মোহাম্মাদিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মতিন, মাওলানা হাবীবুল্লাহ খান, বিশ্বনাথ দারুল জামিয়া মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি আল আমীন রাহমানী, শিক্ষক মাওলানা মিজানুর রহমান, আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক এম কাওছার আহমদ, আল আশরাফ ছাত্র সংসদের জিএস আব্দুল্লাহ বিন লিটন চৌধুরী, সাহিত্য সম্পাদক আবু হুরায়রা, ছাত্রনেতা নোমান আহমদ। বক্তারা- উগ্রগ্রবাদি অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি দাবি করে এর পিছনে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোন অপচেষ্টা রয়েছে কী না খতিয়ে দেখার আহ্বান জানান। আরধর্ম অবমাননা রোধে ব্লাশফেমী আইন পাশেরও আহ্বান জানানো হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ