বিশ্বনাথ বিডি ২৪ || 30 May, 2024, 3:47 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: হতদরিদ্র রশন আলীর বসত ঘরের জন্য ঢেউটিন প্রদান করেছেন সদস্য সমাপ্ত বিশ্বনাথ উপজেলা পরিষদের পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য প্রবাসী সফিক উদ্দিন। সফিক উদ্দিন সব সময় নিজের ব্যক্তিগত পক্ষ থেকে সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের কল্যাণে পাশে দাঁড়ানোর চেষ্ঠা। তাঁর এমন অনুদানে উপকৃত হন বঞ্চিত অবহেলিত মানুষজন।
রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর দোহাল গ্রামের রুশন আলী বলেন, সফিক উদ্দিনের দেয়া ঢেউটিন পেয়ে খুবই উপকৃত হয়েছি। আমি এমন মানুষের জন্য প্রাণখোলে দুআ করি আল্লাহ পাক তাঁর দানকে কবুল করেন। আমি প্রবাসী সফিক উদ্দিনসহ সকল প্রবাসীর জন্য দুআ করি আল্লাহ যেন সব প্রবাসীকে ভাল রাখেন সুস্থ রাখেন।