বিস্তারিত
  • বিশ্বনাথে পুলিশের নজরদারিতে কিশোর গ্যাং, জানা মাত্রই ব্যবস্থা


    বিশ্বনাথ বিডি ২৪ || 22 May, 2024, 6:58 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে কিশোর গ্যাংদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলেও বিশ্বনাথ উপজেলার কোন ব্যবস্থা নেয়ার লক্ষণ দেখা যাচ্ছেনা। কিন্তু উপজেলা সদরসহ অনেক এলাকার স্কুল কলেজ, বাজারসহ রাস্তার বিভিন্ন পয়েন্টে উঠতি বয়সী কিশোরদের উৎপাত লক্ষ্য করা য়ায়।

    এদের বিরুদ্ধে কেউ কোন টু শব্দ করেন না। আবার অনেকেই মান সম্মানের ভয়ে তাদেরকে এড়িয়ে চলেন। বিশ্বনাথ থানা সদরের বাসিয়া সেতুর নীচে একদল কিশোর গ্যাং দিন দুপুরে ডেন্ডি নামের নেশা খেয়ে উৎপাত করে।

    বিষয়টি সকলের জানা থাকলেও কেউ কোন লক্ষ করেনা। বিশ্বনাথ কিশোর গ্যাংদের উৎপাতসরকারি কলেজ, রামসুন্দর উচ্চ বিদ্যালয়, মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়, বাইপাস সড়ক, টিএনটি রোর্ড, নকিখালি, উপজেলা পরিষদ এলাকায় কিশোর গ্যাংদের বিভিন্ন সময় দেখা যায়।

    বিশ্বনাথ নতুনবাজার, রামপাশা রোডস্থ জনতা ব্যাংকের নীচে হাজী আব্দুল গনি মার্কেটে একদল যুবক দল বেধে বসে থাকে। এখানে একটি প্রাইভেট স্কুলের ছেলে মেয়েরা আসা যাওয়ার সময় বিব্রতবোধ করেন।

    প্রায় সময় দল বেধে তারা ধুমপান করে থাকে। সন্ধার পর অনেকে নেশা করে। মার্কেটের কেউ ভয়ে কিছু বলতে পারেনা। প্রায় সময় হাক চিৎকার ও মারামারির ঘটনাও ঘটে। এ মাকেটে একটি পত্রিকা অফিসও রয়েছে। কিশোর গ্যাংদের উৎপাতে অনেক সময় কাজকর্মে ও নামাজে ব্যাঘাত ঘটে।

    এব্যাপারে ওসি রমা প্রসাদ চক্রবর্তি বলেন, কিশোর গ্যাংদের বিরুদ্ধে কঠোর নজরদারি রয়েছে। জানা মাত্রই ব্যবস্থা নেয়া হবে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ