বিশ্বনাথ বিডি ২৪ || 13 February, 2024, 7:00 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথে ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ৬ষ্ঠ শিক্ষাবৃত্তি পেয়েছেন ইউনিয়নের ৯৯ জন মেধাবী শিক্ষার্থী। ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা এবং ৩টি স্কুল এন্ড কলেজের ৯৯ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে ৩ লাখ ২৯ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ শাখার উদ্যোগে চাউলধনী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারী) সকালে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখ।
ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক শফিক আহমদ পিয়ার ও চাউলধনী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনহার আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ট্রাস্টের ৬ষ্ঠ শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সহকারী ট্রেজারার আব্দুল হামিদ খান সুমেদ, ট্রাস্টি সাহিদুর রহমান, শেখ মজম্মিল আলী, হাজী শেখ নেসার আহমদ, আব্দুল আউয়াল চৌধুরী, স্বপন শিকদার, দশপাইকা-আনরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তার খান।
বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ শাখার সদস্য হাসানুজ্জামান, জুবায়ের আহমদ মজুমদার, মাওলানা ফারুক আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন চাউলধনী স্কুল এন্ড কলেজের শিক্ষক আবুল বশর এহিয়া ও স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল ওয়াছে।
সভায় বক্তারা, প্রবাসে কষ্ঠের জীবনে বসবাসের পরও করোনা-বন্যা’সহ প্রবাসীরা দেশবাসীর প্রয়োজনে পাশে দাঁড়ান। প্রবাসীর নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে বিশ্বনাথের ‘শিক্ষা, ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি’সহ সকল ক্ষেত্রকে এগিয়ে নেওয়ার লক্ষে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছেন। প্রবাসীদের ঋন কোনভাবেই পরিশোধ করার মতো নয়। এছাড়া সভায় ট্রাস্টের নেতৃবৃন্দের প্রতি এলাকার শিক্ষার উন্নয়নের পাশাপাশি বিধবা নারী ও পঙ্গু মানুষের কল্যাণে ভাতা চালু করার দাবী উঠে।