বিস্তারিত
  • দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাবের সভায় এলাকাবাসির মিলনমেলা


    বিশ্বনাথ বিডি ২৪ || 17 September, 2023, 4:44 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে ফুটবল একাডেমী গঠনের লক্ষ্যে দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাবের আলোচনা সভা। যুক্তরাজ্য প্রবাসী, ক্রীড়ানুরাগী মোহাম্মদ মিছবাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ওই সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়। এলাকার খেলাধুলাকে এগিয়ে নিতে ২৫/২৬টি গ্রামের প্রায় ৭ শতাধিক লোকজন সভায় অংশ গ্রহন করেন।
    ক্রীড়ানুরাগী, মুরব্বী আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও সংগঠক টিপু আলী, তারেক আহমদ খজির, আব্দুস সালাম মুন্নার যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু।
    আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, সাবেক চেয়ারম‌্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সংগঠক আশিক আলী, মহব্বত আলী জাহান, বিশ্বনাথ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জহুর আলী, মাষ্ঠার গৌছ আলী, ইউপি সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম, রেফারী পরতাব আলী, সাবুল আহমদ, আব্দুস সালাম, আব্দুল আহাদ, হেলাল মিয়া মেম্বার, আব্দুর রহমান খালেদ, রফিক আলী, রাসেল আহমদ।
    এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য খালেদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আব্দুন নূর, সংগঠক বসির উদ্দিন আহমদ, সূফি শামসুল ইসলাম, মনির মিয়া ময়নুল, রিয়ান আলী, শানুর আলী, ছালিক মিয়া, দুলাল আহমদ, আব্দুল জলিল, নোয়াব আলী, আরান মিয়া, কমরু মিয়া, শাহ মো. মারুফ, মঞ্জুর মেম্বার, আব্দুল হামিদ, মনির আহমদ, ফারুক আহমদ, মফিক মিয়া, রহমত আলী মেম্বার, তফজ্জুল আলী মেম্বার, জামাল মিয়া, ফজলুর রহমান, আব্দুন নূর, আসাদ খান, নেছার আহমদ মুজিব, রফিক আলী, সাজ্জাদুর রহমান, শুকুর আলী, বদরুল ইসলাম, নাজিম উদ্দিন, মিজানুর রহমান লিলু, জাবেদ আহমদ, মাহবুবুর রহমান, সাইদুল ইসলাম, আনহার আলী, ময়না মিয়া, সেবুল আহমদ, আরকুম আলী, বদরুল ইসলাম, সাহেল আহমদ, নাজমুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ নূরুল ইসলাম, রাজা মিয়াসহ এলাকার বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমি নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলায়াত করেন সংগঠক মো. শাহজাহান আলী।
    সভায় বক্তারা বলেছেন, দক্ষিণ বিশ্বনাথের হারিয়ে যাওয়া ফুটবলসহ সব খেলাকে এগিয়ে নিতে যারা কাজ করছেন নি:সন্দেহে এটি ভাল উদ্যোগে। ওই উদ্যোগকে স্বাগত জানিয়ে আজ দক্ষিণ বিশ্বনাথের মানুষ ঐক্যবদ্ব। অল্প সময়ের মধ্যে দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব এলাকায় সাড়া জাগিয়ে তুলেছে। ক্লাবের মাধ্যমে খেলাধুলার ব্যবস্থা হলে অবশ্য আগের অবস্থানে দক্ষিণ বিশ্বনাথ ফিরে আসবে। এতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে ক্লাবকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন দক্ষিণ বিশ্বনাথের মুরব্বীয়ান ও যুবসমাজ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ