বিস্তারিত
  • প্রধান অতিথি জামাল উদ্দিন ভুইয়া : বিশ্বনাথে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল শুক্রবার


    বিশ্বনাথ বিডি ২৪ || 08 March, 2023, 6:37 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী মজনু’র পৃষ্ঠপোষকতায় প্রথম বারের মত বিশ্বনাথে কিউরিয়াস ফর ট্যালেন্টের বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ১০ মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
    এ বিষয়ে বুধবার (৮মার্চ) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের পুরানবাজারস্থ এম এ মজনু ফোরাম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিতর্ক প্রতিযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন কিউরিয়াস ফর ট্যালেন্টের সভাপতি ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।
    ফাইনাল প্রতিযোগিতায় মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দূর্ণীতির বিস্তার ঘটে বিষয় নিয়ে পক্ষে একলিমিয়া দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফাইনালে পরস্পরের মোকাবেলা করবে। ফাইনাল প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভুইয়া।
    এসময় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন কিউরিয়াস ফর ট্যালেন্টর প্রবর্তক, শিক্ষানুরাগী মোহাম্মদ আলী মজনু, কিউরিয়াস ফর ট্যালেন্টের উপদেষ্ঠা, প্রবীন সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, সহসভাপতি মনি কাঞ্চন চৌধুরী, সদস্য আনহার মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এম এ মজনু ফোরামের সদস্য আনহার আলী, নাহিদ আহমদ, সংগঠক আবিদুল হক রুমেল প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ