বিশ্বনাথ বিডি ২৪ || 31 December, 2019, 4:46 PM || বিশ্বনাথ, শিক্ষাঙ্গন
সিলেটের বিশ্বনাথ উপজেলার শিমুলতলায় প্রতিষ্ঠিত সানশাইন মডেল একাডেমীর শিক্ষার্থীরা ১৫টি A+ সহ এবারও জেএসসি ও পিএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি জেএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ২১জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে A+ পেয়েছে ৮ জন, A পেয়েছে ৭জন, A-পেয়েছে ৫জন ও B পেয়েছে ১জন ।
এবং পিএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ১২জন শিক্ষাথী অংশ নিয়েছিল। এর মধ্যে A+ পেয়েছে ৭জন ও A পেয়েছে ৫জন।
সানশাইন মডেল একাডেমীর প্রিন্সপাল মাওলানা জাকারিয়া বলেন এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর প্রতিটি পরীক্ষায় A+ সহ সবাই পাশ করে আসছে। এ ছাড়া জেএসসি ও পিএসসিতেও ধারাবাহিকভাবে শতভাগ পাশ করছে। শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদানের বাইরেও শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পড়াশোনার খোঁজ নেন শিক্ষকেরা।
সানশাইন মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী আব্দুল বাসিত শামীম বলেন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার অঙ্গীকার নিয়ে ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যালয়টির শিক্ষার্থীরা সকল পাবলিক পরীক্ষায় রেকর্ডসংখ্যক A+ সহ শতভাগ কৃতকার্য হয়ে আসছে। তিনি প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে সকল অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান।