বিশ্বনাথ বিডি ২৪ || 05 October, 2025, 4:47 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: শিল্প-সাহিত্য বিপ্লবকে দিক ভাষা, বিপ্লব শিল্প-সাহিত্যকে দেবে মুক্তি। শ্লোগানে বাংলাদেশের জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে নয়া সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে ‘বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যার পর সিলেটস্থ কাকলী শপিং সেন্টারের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অনলাইনে সম্মেলনের উদ্বোধন করেন বাঙলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফি রহমান। প্রথম অধিবেশনে বাংলাদেশের বর্তমান সাহিত্য, রাজনীতি ও সাংস্কৃিতিক পরিস্হিতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সদস্য সচিব মিনহাজ আহমেদ। সম্মেলনের প্রথম অধিবেশনে বাংলাদেশ জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে নয়া সাংস্কিৃতিক আন্দোলন বিষয় বস্তুর উপর আলোচনায় আহবায়ক খালেদ উদ-দীন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মিনহাজ আহমেদেও সঞ্চালনায় বক্তব্য রাখেন নুরুর হুদা সালেহ, এনায়েতুর রহমান নিরুপম, নুরুল ইসলাম মকবুল, মজনু মুহিবুর রাহমান, মোঃ বদরুল ইসলাম, মেঘদাদ মেঘ, রোদ্দুর রিফাত, গুলশান ইকারুস, আবিদ ইসলাম প্রমুখ। সম্মেলনে খালেদ উদ-দীন কে সভাপতি ও মিনহাজ আহমেদ কে সাধারণ সম্পাদক ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। (বিজ্ঞপ্তি)