বিস্তারিত
  • ৪দিনেও ব্যাংকার বাবুলের খোঁজ মেলেনি : সন্ধান চায় পরিবার


    বিশ্বনাথ বিডি ২৪ || 15 September, 2025, 2:33 PM || বিশ্বনাথ


    বিশ্বাবনাথবিডি২৪:: বাসা থেকে ব্যাংকে যাবার পথে নিখোঁজ হন মফিজুর রহমান বাবুল (৪৭) নামের এক ব্যাংকার। নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও ওই ব্যাংকারের সন্ধান পায়নি তার পরিবার। আজানা আশঙ্কায় দিন পার করছেন তারা। চেয়েছেন সন্ধানের আকুতি।

    এদিকে চারদিনেও নিখোঁজ ‘রহস্য’র কোন কিনারা করতে পারেনি আইনশৃংঙ্খলা বাহিনী। গত বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাসা থেকে ব্যাংকের উদ্দেশ্যে বের হয়ে বাবুল নিখোঁজ হন বলে জানিয়েছেন, তাঁর স্ত্রী শেখ জেসমিন রহমান। বাবুল সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরস্থ একটি বেসরকারি ব্যাংকের সাবেক কর্মকর্তা ও বিশ্বনাথ পৌরসভার মজলিস ভোগশাইল গ্রামের মৃত হুসন আলীর ছেলে।

    তিনি স্ত্রী-সন্তানসহ দীর্ঘদিন ধরে সিলেট শহরের পাঠানপাড়া শিববাড়ি এলাকায় বসবাস করে আসছিলেন। বাবুলের স্ত্রী শেখ জেসমিন রহমান জানান, নিখোঁজের কিছুদিন আগ থেকেই তাকে কিছুটা চিন্তিত মনে হচ্ছিল। জিজ্ঞাস করলে বলেননি কিছু। ঘটনার আগের দিন তার সাবেক কর্মস্থল ন্যাশনাল ব্যাংকে যাবার জন্য একটি ফোনকল আসে। ওই ব্যাংকে কর্মরত থাকাবস্থায় তিনি সেচ্ছায় চাকুরী ইস্তফা দিয়েছিলেন। ফোন পেয়ে পরদিন অনেকটা স্বাভাবিক ভাবেই দুপুরের খাবার শেষে ব্যাংকের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে রাত অবধি না ফেরায়, রাত ৮টার দিকে আমি যোগাযোগ করে বন্ধ পাই ফোন। ব্যাংকে ফোন করে জানতে পারি তিনি সেখানেও যাননি। এরপর থেকে আর কোথাও খুঁেজ পাওয়া যায়নি তাকে। ওই রাতেই সন্ধান চেয়ে আমার ভাইপো, সিলেট এসএমপির মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি নাম্বার-৫১৬) করেন। পরদিন ১১ সেপ্টেম্বর আমি নিজেও র‌্যাবে (র‌্যাব-৯) আরেকটি জিডি দায়ের করি। বিষয়টি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমি আমার স্বামীকে ফেরত চাই।

    সূত্র জানায়, ওই ব্যাংকের সাথে বাবুলের লেনদেন বা অন্য কোন সমস্যা নেই। কিংবা অন্যকারো সাথেও কোন ঝামেলা ছিলনা তার। ব্যাংকের উদ্দেশ্যে বের হলেও সেখানে যাননি তিনি। ব্যবহৃত মুঠোফোন বন্ধের আগে বেলা সাড়ে ৩টায় তার সর্বশেষ অবস্থান ছিলো শহরের কদমতলী এলাকায়। এরপর থেকে এখন নপর্যন্ত তা আর সচল হয়নি। এখন প্রশ্ন, কদমতলী থেকে কোথায়, কিভাবে নিখোঁজ হলেন তিনি? যার হদিস বের করতে পারছেনা পুলিশ।

    এ বিষয়ে জানতে চাইলে জিডির তদন্তকারী কর্মকর্তা, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার এসআই মো. নূর উদ্দিন বলেন, ‘সংশ্লিষ্ট ব্যাংক ও পরিবারের সাথে বিস্তর কথা হয়েছে। অনুসন্ধানে এখনও পর্যন্ত নিখোঁজের পেছনের কোন সূত্র পাওয়া যায়নি। তদন্ত চলমান রয়েছে। ফোন সচল হলেই এর একটা সুরাহা হবে বলে আমি আশাবাদি।’



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ