বিস্তারিত
  • কেন বিশ্বনাথ বিডি ২৪ ডটকম?


    সালমান ফরিদ || 01 February, 2018, 12:39 PM || ফিচার, বিশ্বনাথ


    Default Image

    বর্তমান দুনিয়া ভার্চ্যুয়াল। রাজত্ব ভার্চ্যুয়ালের। জীবন ধারায় এখন এটি এতটাই প্রভাব ফেলেছে যে, ডিজিটাল বিপ্লবের অংশ না হয়ে নিজের অস্তিত্ব ভাবাই যায় না। আর এই জগতে প্রকাশের একটি বড়সড় মাধ্যম হচ্ছে অনলাইন গণ্যমাধ্যম। এই ভার্চ্যুয়াল জগতই সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতাকে জনপ্রিয় করে তুলেছে। অনলাইন গণমাধ্যম বলতে শুধু অনলাইন পত্রিকাই নয়! ফেসবুক, টুইটার- ইত্যাদি আছে এই তালিকায়। এ কারণে এখন আর খবর কারও জন্যে অবহেলায় পড়ে থাকে না, অপেক্ষাও করে না। আজকের ঘটনা জানার জন্য এখন আর কেউ আগামী কালকের পত্রিকার অপেক্ষা করেন না। এমনকি অনলাইন পত্রিকায়ও যেতে হয় না। ভার্চ্যুয়াল জগতে ঘটনা’র মুহূর্তকাল পরেই সেটি জানাজানি হয়ে যাচ্ছে। কেউ না কেউ তা ভার্চ্যয়াল মাধ্যমকে ব্যবহার করে নাগরিক সাংবাদিকতা করছেন। কিন্তু ঘটনার সাথে ভেতরের সত্য জানতে এখন এর সবচেয়ে কাছের মাধ্যম হচ্ছে অনলাইন গণমাধ্যম। তাই পাঠক চোখ বোলান অনলাইন গণমাধ্যমে।
    কাছের অতীতে গণম্যাধম হিসেবে এটি পরিচিত ছিল না। জনপ্রিয়তার প্রশ্নই উঠে না। কিন্তু এ মুহুর্তে প্রিন্ট মিডিয়ার চেয়েও অগণিতগুণে পাঠক বেশি অনলাইন গণমাধ্যমের। দেশ-বিদেশ থেকে মুহুর্তের খবর পাঠকের সামনে উপস্থাপন করতে পারছে এটি।
    এই গণমাধ্যম এক সময় ঢাকা কেন্দ্রীক ছিল। পরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে ছড়িয়ে পড়ে। এখন উপজেলা পর্যায়েও অনলাইন পত্রিকা বা গণমাধ্যম বেশ জনপ্রিয় ও পঠিতও। বিশ্বনাথ উপজেলায় আরও দুয়েকটি অনলাইন পত্রিকা রয়েছে। যেগুলো চেষ্টা করছে খুব দ্রুত ও নির্ভুলভাবে পাঠককে খুশি করতে। কাজটা যে কঠিন, তা বলার অপেক্ষা রাখে না। এর মাঝেই আমরা এসেছি।
    আমরা মনে করি, উপজেলার প্রত্যেকের এবং মাটি ও মানুষের জন্য নিবেদিত হয়ে বিশ্বনাথের মুখপত্র হয়ে ওঠার সময় হয়েছে। আমরা তা হতে চাই। হতে চাই দলমতের উর্ধের একটি গণমাধ্যম। দেশ-বিদেশের খবরাখবরই শুধু নয়, আমাদের রাজনীতি, কৃষ্টি-সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরতে চাই আরও ঘনিষ্ঠভাবে। ইতিহাস, সাহিত্য, শিক্ষা, স্বাস্থ্য, সম্ভাবনা- কোনো কিছুই আমরা বাদ দিতে চাই না। অর্থাৎ আমাদের অস্তিত্ব নিয়েই আমরা থাকতে চাই আপনাদের চোখের সামনে।
    আমরা বিশ্বাস করি, আমাদের পাঠক প্রত্যেকেই একেকজন রিপোর্টার। একেকজন লেখক। একেকজন সিটিজেন জার্নালিস্ট। আপনারা লিখবেন বিশ্বনাথ বিডি ২৪ ডটকমে। আপনার পড়বেন বিশ্বনাথ বিডি ২৪ ডটকম। আপনারই বিশ্বনাথ বিডি ২৪ ডটকমের প্রাণ। কারণ, বিশ্বনাথ বিডি ২৪ ডটকম আপনাদের অনলাইন পত্রিকা। আমরা আমাদের কথা নয়, আপনাদের কথাই বলতে এসেছি। জানাতে এসেছি।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ