বিস্তারিত
  • শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েসন ইউকে’র মিলাদ মাহফিল


    বিশ্বনাথ বিডি ২৪ || 05 September, 2018, 6:49 PM || সুনামগঞ্জ


    ১৯৭১সালের ৩১শে আগস্ট জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামে মুক্তিযুদ্ধকালিন সময়ে পাক হানাদার বাহিনী কর্তৃক নির্বিচারে গ্রামবাসীকে গণহত্যা করা হয়। দিনটি স্মরনে এবং শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে ব্রিকলেইন জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করে শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েসন ইউকে।
    ৩১ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত মিলাদ মাহফিল পরিচালনা করেন ইছামতি আলিয়া মাদ্রাসার মোহাদ্দিস হাবিবুর রহমান। সহযোগিতায় ছিলেন, ব্রিকলেইন মসজিদের পেশ ঈমাম মাওলানা নজরুল ইসলাম, হাফেজ মতিউল হক বাচ্চু, হাফেজ আব্দুল ওয়াহিদ।
    মিলাদ শেষে ওয়েলফেয়ারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও শহিদদের রুহের মাগফেরাত জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন শ্রীরামসি ওয়েলফেয়ারের সাবেক সাধারন সম্পাদক মুহাম্মদ আঙ্গুর আলী। আরও উপস্তিত ছিলেন, শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েসনের সভাপতি আব্দুল মালিক মানিক, কোষাধ্যক্ষ উমর আলী, ড: আব্দুল হান্নান, সাবেক কাউন্সিলর আব্দুল মতিন, ইসমত আলী,আবর আলী, আমির হুসেন, ইসলাম উদ্দিন, আবুল লেইস মিয়া, মুজাহিদ আলী, মুক্তার মিয়া। সাংবাদিকগন আকরাম হোসেন, সাহেদ রহমান ও রহমত আলী। কমিউনিটি ব্যক্তিত্ব, ব্রিকলেইন জামে মসজিদের সভাপতি সাজ্জাদ মিয়া, সাধারণ সম্পাদক শ্রীরামসি গ্রামের শহিদ পরিবারের সন্তান হেলাল উদ্দিন আলী, কোষাধ্যক্ষ হামিদুর রহমান চৌধুরী, ইউসুফ কামালি, যুক্তরাজ্য আওয়ামীলিগের সহসভাপতি মাস্টার শামসুদ্দিন আহমদ, প্রবাস সম্পাদক আনসারুল হক, মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিস্টাতা সভাপতি মাস্টার আমির উদ্দিন আহমদ, মুহাম্মাদ ইয়াহিয়া, সৈয়দ গুলাব আলী, শাহ আলফাজুল রহমান, শাহ রহমান সহ কমিউনিটির আরও ব্যক্তিবর্গ।
    মিলাদ শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুহাদ্দিস হাবিবুর রহমান। মিলাদ শেষে ওয়েলফেয়ারের পক্ষ থেকে শিরনী বিতরন করা হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ