বিস্তারিত
  • ফোরজির সর্বনিন্ম গতি ৭ এমবিপিএস!


    বিশ্বনাথ বিডি ২৪ || 19 February, 2018, 7:15 PM || তথ্য প্রযুক্তি


    একেক সময় একেক রকম সিদ্ধান্তের পর শেষ পর্যন্ত ফোরজি ইন্টারনেটের সর্বনিন্ম গতি সাত এমবিপিএস করা হচ্ছে।

    আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ন্যূনতম এ গতিসীমা বেঁধে দেবে। কোয়ালিটি অব সার্ভিসের নির্দেশনায় গতির বিষয়টি উল্লেখ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

    এদিকে সাম্প্রতিক সময়ে বড় তিনটি অপারেটর ফোরজি নেটওয়ার্কে পরীক্ষা চালিয়ে ৫০ থেকে ৯০ এমবিপিএস গতির ডেটা ডাউনলোড করতে পেরেছে। তবে তারা গ্রাহকদের কতটা গতিতে ডেটা ডাউনলােডের সুবিধা দেবে তা এখনও ঠিক হয়নি।

    এর আগে শুরুতে ফোরজির সর্বনিম্ন গতি এক জিবিপিএস নির্ধারণের কথা বলা হলেও অপারেটগুলোর আপত্তির মুখে সেখান থেকে সরে আসে বিটিআরসি। তখন এ সেবার ন্যূনতম গতি ২০ এমবিপিএস নির্ধারণ করা হয়। এরপর আবারও আপত্তির পর তা তুলেই দেওয়া হয়।

    সর্বশেষ কমিশন বৈঠকে এটি নিয়ে আলোচনা হয়। তখন সাত থেকে সাড়ে সাত এমবিপিএস গতি নির্ধারণের পক্ষে মতামত আসে। তবে কোয়ালিটি অব সার্ভিসেসের আওতায় এমনভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে তা যে কোনো সময় পরিবর্তন করা যায়।

    সর্বনিন্ম গতির এই সিদ্ধান্তের কথা রোববার গ্রামীণফোনের দুটি কো-ব্র্যান্ডেড ফোরজি হ্যান্ডসেট উন্মোচনের সময় জানান বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ।

    অপারেটরগুলো অবশ্য বরাবরই সর্বনিন্ম গতির নিয়ম রাখার বিপক্ষে। তারা বলছেন, অপারেটরগুলো সর্বোচ্চ চেষ্টা করে গুণগত সেবা বাড়াতে। অহেতুক চাপ তৈরি করাটা ঠিক হবে না বলেও মন্তব্য তাদের।

    এর আগে গত বছরের শুরুতে ফোরজির খসড়া নীতিমালা প্রণয়নের সময় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের সংজ্ঞা অনুসারে এর সর্বনিন্ম গতি এক জিবিপিএস নির্ধারণ করা হয়। একই সঙ্গে এতে মহাসড়কে চলাচলকালে ও ট্রেনে ভ্রমণের সময় শুধু ইন্টারনেটের গতি সর্বনিম্ন হতে পারবে বলে উল্লেখ করা হয়।

    অন্যদিকে অপারেটরগুলো বলছে, ৫ এমবিপিএসের ওপরের গতির মোবাইল ইন্টারনেটকেই ফোরজি বা এলটিই হিসেবে বিবেচনা করা হয়।

    দেশে বর্তমানে ব্রডব্যান্ডের যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, সেখানেও ৫ এমবিপিএস গতির কথা বলা হয়েছে।

     

    সু: টেক শহর



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ