বিস্তারিত
  • বিশ্বনাথে শহীদ গুলজারে আলম (র.) দারুসসুন্নাহ মাদ্রাসার পাগড়ী বিতরণ


    বিশ্বনাথ বিডি ২৪ || 20 January, 2019, 8:07 PM || শিক্ষাঙ্গন


    বিশ্বনাথে ‘শহীদ গুলজারে আলম (র.) দারুসসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার’ ২০১৭ সালের প্রহেলা জানুয়ারিতে মাদরাসার পাঠদান শুরু হয়। মাত্র ২২ মাসে হিফজ সম্পন্ন করেন হাফিজ ফয়েজ আহমদ (১৩)। তার বাড়ি বিশ্বনাথ উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামে। এমন নজির সৃষ্টিকারি হাফিজ ফয়েজকে নিয়েই অনুষ্ঠিত হয় পাগড়ি বিতরণ অনুষ্টান। এছাড়া আরো দুজনকেও পাগড়ি দেওয়া হয়েছে। তারা হচ্ছেন হাফিজ রাসেল আহমদ ও আমির হামজা।
    (১৯ জানুয়ারী) শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা’ প্রাঙ্গনে তাদেরকে পাগড়ী এবং পুরস্কার বিতরণ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। যুক্তরাজ্য প্রবাসি মাওলানা সিরাজুল ইসলাম সা’দর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যক্ষ (আরবি বিভাগ) আল্লামা আহমদ হাসান শাহান চৌধুরী।
    বিশষ অতিথির বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্টানের দায়িত্বশীল তালুকদার মো. ফয়জুল ইসলাম, আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান লিটু, বিশিষ্ট কবি ও লেখক মাওলানা রফিকুল ইসলাম মুবিন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপযাপন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী আলী আনহার শাহান, আব্দুল মতিন, মধু মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, অভিভাবকের মধ্যে বক্তব্য রাখেন, শেখ সাহিদুর রহমান ও মকবুল আলী।
    এসময় উপস্থিত ছিলেন, ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা লুৎফুর রহমান গোয়াহরী হুজুর, পৌদনাপুর হাফিজিয়া মাদরাসার সুপার মাওলানা আজিজুর রহমান প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ