বিস্তারিত
  • দশঘর-মিরপুর ইউনিয়নের নির্বাচন বাস্তবায়ন কমিটির মতবিনিময়


    বিশ্বনাথ বিডি ২৪ || 19 March, 2018, 9:05 PM || দশঘর


    বিশ্বনাথ উপজেলার ‘দশঘর ইউনিয়ন’ ও জগন্নাথপুর উপজেলার ‘মিরপুর ইউনিয়ন’র নির্বাচন বাস্তবায়ন কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অবিলম্বে ইউনিয়ন দুটির নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণের দাবিতে সোমবার বিকেলে বিশ্বনাথ উপজেলার পীরেরবাজারে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখে মিরপুর ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন কমিটির যুক্তরাজ্য শাখার আহবায়ক প্রবাসী আবদুস শহিদ।

    সভায় বক্তারা বলেন, ২০০৩ সালের পর ইউনিয়ন দুটিতে কোন নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার কারণে এলাকাবাসী নিজেদের কাঙ্খিত উন্নয়ন পাওয়া থেকে বঞ্চিত থাকার পাশাপাশি পারছেন না নিজেদের পছন্দের কোন ব্যক্তিকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে। স্থানীয় নির্বাচনে ইউনিয়নবাসীর ভোট প্রদানের স্বাধীনতা খর্ব করা হয়েছে। লুটপাঠ-অনিয়ম আর দূর্নীতির সাথে সম্পৃক্ত হচ্ছে ইউনিয়নগুলোর সকল কর্মকান্ড। তাই এসব কর্মকান্ড থেকে এলাকাবাসীকে রক্ষা করতে আশাকরি প্রধান বিচারপতি মহোদয় নিজের অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন দুটির নির্বাচন আয়োজনের সকল আইনী জটিলতা দূর করে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নিদের্শ প্রদান করবেন।

    দশঘর ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন কমিটির আহবায়ক আবুল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইলিয়াস মিয়া ও মিরপুর ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন কমিটির সদস্য ফয়ছল আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রহমত আলী আলী। বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক তজম্মুল আলী, মুখপাত্র শাহ ফারুক আহমদ, মিরপুর ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম, সমন্বয়কারী মহিউদ্দিন আহমদ, সদস্য আবদুল হান্নান, সংগঠক কামরুজ্জামান সেবুল, জিয়াউর রহমান জিয়া, দুলাল আহমদ, মুহিত চৌধুরী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী মোঃ শওকত আলী।

    সভায় উপস্থিত ছিলেন প্রবীন মুরব্বী নূরুল ইসলাম মেম্বার, আবদুর রহমান, দশঘর ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ছিদ্দিকুর রহমান, মিরপুর ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন কমিটির সদস্য জহুর আলী, মিতু খান, সুলতান মিয়া, সাইফুল ইসলাম, হিরা মিয়া, সংগঠক আবদুল করিম, লায়েক আহমদ, আবদুল মালেক, শাহান শাহ, সেবুল মিয়া, সালমান আহমদ, ওয়াহিদুর রহমান, জামাল মিয়া, রুহেল মিয়া, কয়ছর মিয়া, কবির মিয়া, রুবেল মিয়া, শফিক মিয়া প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ