বিস্তারিত
  • বিশ্বনাথে সরকারি খাল দখল করে প্রবাসীর দেয়াল নির্মাণ


    বিশ্বনাথ বিডি ২৪ || 10 March, 2018, 9:02 PM || দশঘর


    বিশ্বনাথে জোরপূর্বক সরকারি খাল দখল করে এক প্রভাবশালী যুক্তরাজ্য প্রবাসী কর্তৃক দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দশঘর ইউনিয়নে ‘চান্দভরাং নাইয়া’র খালের তিনটি অংশের মিলনস্থসহ খালের প্রায় অর্ধেক অংশ দখল করে দেয়াল নির্মাণের কাজটি চলছে বলে অভিযোগ উঠে। স্থানীয় প্রশাসনের সাথে আতাঁত করে প্রবাসী খাল দখল করে দেয়াল নির্মাণ করছেন বলেও অভিযোগ রয়েছে।
    গোপন সংবাদের ভিত্তিতে দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মো. সোলেমান আলী কর্তৃক খাল দখল করে দেয়াল নির্মাণের কাজ চলছে, ওই অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকেলে বাইশঘর গ্রামে স্থানীয় সাংবাদিকদের একটি দল সরেজমিন পরিদর্শন করেন।
    জানা গেছে, প্রবাসী মো. সোলেমান আলী কর্তৃক দখলকৃত ‘চান্দভরাং নাইয়া’র খালটির প্রস্থ ছিল প্রায় ৬০ ফুট। কালের পরিবর্তে খালটি দখল হতে হতে বর্তমানে আনুমানিক ১০/১৫ ফুটে এসে দাঁড়িয়েছে। আর প্রবাসী সোলেমান আলী কর্তৃক খালের অর্ধেক দখল করে দেয়াল নির্মাণ কাজ সম্পন্ন হলে প্রায় বিলীন হয়ে যাবে ঐতিহ্যবাহী ‘চান্দভরাং নাইয়া’র খালটি।
    ‘চান্দভরাং নাইয়া’র খাল দখল করে দেয়াল নির্মাণের সত্যতা স্বীকার করে যুক্তরাজ্য প্রবাসী হাজী মো. সোলেমান আলী সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে প্রায় ৬০ ফুট প্রস্থের খালটি সবাই দখল করেছেন। তাই দেয়াল নির্মাণের জন্য প্রায় ৬ দিন ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু কেউ আমাকে বাঁধা দিতে আসেনি। ইতিপূর্বে দখলকৃত খালের অন্যান্য অংশ উদ্ধার করা হলে, আমিও ছেড়ে দেব। খাল রক্ষার স্বার্থে প্রয়োজনে আমার নিজের মালিকানার অংশেও ছাড় দিতে প্রস্তুত আছি।
    বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ