বিস্তারিত
  • বিশ্বনাথে লতিফিয়া আইডিয়াল সোসাইটির উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ


    বিশ্বনাথ বিডি ২৪ || 17 March, 2018, 7:55 PM || দেওকলস


     রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব আ.ক.ম এনামুল হক মামুন বলেছেন-শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা প্রকৃতপক্ষে দেশের জন্য কাজ করা। কারন আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব নেবে, দেশ-জাতির প্রতিনিধিত্ব করবে। তাই কোমলমতি শিক্ষার্থী বিশেষ করে সমাজের গরীব, এতিম ও অসহায় শিক্ষার্থীদের কল্যাণে সরকারের পাশাপাশি প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

    গতকাল (১৬ মাচ) শুক্রবার বিকেলে বিশ্বনাথের সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে লতিফিয়া আইডিয়াল সোসাইটি আয়োজিত এলাকার গরীব, এতিম ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    লতিফিয়া আইডিয়াল সোসাইটির সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে এবং ক্রীড়া সম্পাদক আবু সাউদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংগঠনের উপদেষ্টা মাওলানা আনছার আলী, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক সভাপতি মো. আলতাফুর রহমান, সংগঠনের উপদেষ্টা চৌধুরী আলী আনহার শাহান, আবুল কাসেম, হাফিজ আখতার আলী, মাওলানা তাওহীদ খান রাসেল।

    অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, রাহিন আহমদ, তরুণ সমাজকর্মী শিব্বির আহমদ। সংগঠনের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আব্দুল হামিদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সদস্য মুহিবুর রহমান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন-সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ।

    এসময় উপস্থিত ছিলেন-সালিশ ব্যক্তিত্ব চেরাগ আলী, সংগঠনের সহ-সভাপতি মাহবুব আহমদ, সাংগঠনিক সম্পাদক সেবুল আহমদ, অর্থ-সম্পাদক বাবুল মিয়া, অফিস সম্পাদক ইলিয়াস আল-মুবিন, সহ-ক্রীড়া সম্পাদক কামাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক হোশিয়ার আলী, সহ-সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান, পাঠাগার সম্পাদক নুর আলম, স্কুল সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
    অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এতিম ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ