বিস্তারিত
  • অনলাইন সংবাদমাধ্যম ও মুহুর্তের খবর


    খালেদ উদ-দীন || 01 February, 2018, 1:13 PM || কলাম


    Default Image

    এখন প্রযুক্তির যুগ। যন্ত্রের সুবিধা সময়ের বড় এক প্রাপ্তি। বিশেষকরে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি ও সেতুবন্ধন সভ্যতার বিশাল অর্জন। সময়ের সাথে এগিয়ে যাওয়া এবং অাগামীর পথে অামাদের যে যাত্রা তাতে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে অামরা গর্ব করতে পারি। সময় এখন অামাদের কেবল এগিয়ে যাবার।

    সময়ের সবচেয়ে বড় সাফল্য অামরা প্রত্যক্ষ করি অনলাইন সংবাদপত্রে। সংবাদপত্রকে বলা হয় দেশ ও সরকারের পাহারাদার। স্বাধীন সংবাদ মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হয়। জনগণের অধিকার এবং দেশগঠনে নাগরিক হিসেবে দায়িত্ব ও কর্তব্যসহ সব বিষয়ে সংবাদপত্রের অবদান খু্ব গুরুত্বপূর্ণ।

    সংবাদপত্র বলতে অামরা যে প্রিন্ট মিডিয়াকে বুঝি বা যুগে যুগে চলে অাসা কাগজেরপত্রিকা মূলত অামরা যেদিন হাতে পাই তার পূর্ব দিনের খবর জানতে পারি। ঘটে যাওয়া দিনের খবর পরের দিন বাসি হয়ে যায়। অামরা সেই বাসি খবর পড়ে অভ্যস্ত হয়ে অাছি। সময় এখন পাল্টেছে। মানুষ মুহুর্তের খবর মুহুর্তে জানতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। অামরা যে মুহুর্তের খবর সেই মুহুর্তে জানতে চাই তা অনেকটা পূরণ করছে অনলাইন সংবাদ মাধ্যম।

    যেখানে যখন যে ঘটনা, তখনই তা জানতে পারার অাগ্রহ মিটিয়েছে অনলাইন সংবাদমাধ্যম। নানা সোর্স এখন সংবাদের উৎস হিসাবে কাজ করে। অামাদের সংবাদকর্মীদের মনে রাখা উচিৎ সঠিক ও নির্ভুল সংবাদ প্রচারই একমাত্র লক্ষ। সংবাদ সংগ্রহ যেমন সহজলভ্য তেমনি ভুল হওয়ার সম্ভাবনাও থাকে বেশি। তাই দায়িত্ব সচেতনতা ও বিবেকবোধ যদি সজাগ না থাকে তাহলে সমাজের উপকারের পরিবর্তে ক্ষতির সম্ভাবনাই বেশি।

    বিশ্বনাথ থেকে নতুন একটি অনলাইন পত্রিকা যাত্রা শুরু করছে এটা বড় অানন্দের খবর। নতুন এই পত্রিকা-দর্পনে জাতী ও বিশ্ব অামাদের বিশ্বনাথকে দেখতে পারবে। অামরা জানি খবর বেশির ভাগই নেতিবাচক হয়ে থাকে। ইতিবাচক খবরও অনেক সময় গুরুত্বসহকারে প্রকাশ করা হয়ে থাকে। অাশা করব এই অনলাইন পত্রিকার মাধ্যমে অামরা যে বিশ্বনাথ ও বিশ্বকে দেখব তাতে যেন অাশার অালো দেখতে পাই। এই প্রজন্মই নতুন এক পৃথিবী গড়রে। অাগামীর বাংলাদেশ ও অামাদের বিশ্বনাথ অালোর পথে অনেকদূর যাবে এবং প্রতিদিন অন্তত একটি হলেও যেন পজেটিভ খবর পাই সেই প্রত্যাশা রইল। এই অনলাইন সংশ্লিষ্ট সকলের জন্য নিরন্তর শুভকামনা।।

    –খালেদ উদ-দীন

    কবি ও প্রাবন্ধিক / সাহিত্য সম্পাদক-দৈনিক শুভ প্রতিদিন

    সহকারী অধ্যাপক, বাংলাবিভাগ, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজ, বিশ্বনাথ, সিলেট।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ