বিশ্বনাথ বিডি ২৪ || 21 March, 2025, 12:10 AM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথের পল্লীতে এক হতদরিদ্র বর্গাচাষীর লাখ টাকার বেগুন বাগানের কয়েকশত গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এতে ক্ষতির পরিমান প্রায় আড়াই লক্ষ টাকা। এ ঘঠনায় ক্ষতিগ্রস্থ আরশ আলী (৫০), বিশ্বনাথ থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। যার নং ৮৯০। বাদী বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কামালপুর (বন্ধুয়া) গ্রামের মৃত মসদ আলী আরশ আলী (৫০), লিখিত ডায়েরীতে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দক্ষিণ নোয়াগাঁও (বন্ধুয়া) গ্রামের মৃত রুস্তুম আলীর পুত্র আব্দর আলী (৪৫), আব্দর আলীর পুত্র যথাক্রমে সায়মন (১৮) , ইমন (২২), চান মিয়াসহ আরো ১০/১২জনকে অজ্ঞাত করে অভিযুক্ত করা হয়েছে।
বিশ্বনাথ থানায় লিখিত জিডিতে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কামালপুর বন্ধুয়া গ্রামের মসদ আলী লিখিত সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, বিবাদীরা অত্যন্ত খারাপ, দাঙ্গাবাজ ও পরধনলোভী প্রকৃতির লোক। বিবাদীদের পাশের বাড়িতে বসবাস করি। বিবাদীরা সম্পর্কে তাহার প্রতিবেশী হয়। তিনি পরের জমি বর্গাচাষ করেন।
এছাড়া তিনি মো. আশিক আলীর জমিও বর্গাতে চাষ করে আসছেন। আরশ আলী উল্লেখ করেন পূর্ব হইতে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদীদের সাথে তার মনোমালিন্য চলিতেছে । পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীরা প্রায়ই তাহাদের সাথে ঝগড়া বিবাদ করিতে চায়। গত ১৮ মার্চ রাত অনুমান ৩ টায় তাহার ছেলে ইব্রাহিম সিলেট রেলগেইট এ কাচামালের ব্যবসা করে, সেহরি খাওয়ার জন্য বাড়িতে আসার পথে দেখিতে পায় যে, উপরোক্ত বিবাদীরা তাহার বর্গাকিত জমিতে ফলানো বেগুন গাছ গুলো কেটে ফেলতেছে। তখন তার ছেলে দৌড়ে গিয়ে উপরোক্ত বিবাদীদের বাধা দিলে বিবাদীরা তাহার ছেলে ইব্রাহিম কে কথা বলতে নিষেধ করে এবং কোন কথা বলিলে তাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। সে সময় তার ছেলে ভয়ে বাড়িতে চলিয়া আসে। এবং তাহাকে বিস্তারিত বলিলে তিনি এলাকার কয়েকজনকে সাথে নিয়ে বর্গাকৃত জমিতে যান এবং গিয়ে দেখিতে পান, তাহার জমির সমস্ত গাছগুলো কেটে ও উপড়াইয়া বিবাদীরা ঘটনাস্থল হতে চলিয়া যাইতেছে। যাহার ক্ষতির পরিমান =২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।