বিস্তারিত
  • বিশ্বনাথ আলীয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল নিয়ে ২ পক্ষের মধ্যে উত্তেজনা


    বিশ্বনাথ বিডি ২৪ || 13 February, 2025, 10:10 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসায় ( বিশ্বনাথ আলীয়া ) বার্ষিক ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষ এখন মুখোমুখি অবস্থানে । এদিকে মাদ্রাসা স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত মাহফিল নামীয় ষড়যন্ত্র ও অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি থেকে বিরত রাখতে সিলেটের জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এক পক্ষ।

    গত ৯ ফেব্রুয়ারী রবিবার সিলেটের জেলা প্রশাসক এর কাছে ছাত্র ও অভিভাবকদের পক্ষ থেকে দায়েরকৃত লিখিত অভিযোগে বলা হয়েছে, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা ১৯৬০ ইংরেজী সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বৎসর মাদ্রাসার বার্ষিক মাহফিল ফাল্গুন  মাসের প্রথম বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে আসছে। মাহফিলে সভাপতিত্ব করতেন দেশের প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা ফুলতলী সাহেব কিবলাহ (রহ.) তাহার ইন্তেকালের পর উনার সাহেবজাদাদের মধ্যে যেকোন একজন সভাপতিত্ব করেন আসছেন।

    কিন্ত এখন পরিলক্ষিত হচ্ছে মাহফিলের নির্ধারিত তারিখ, সভাপতি ও অতিথিদের বাদ দিয়ে বিতর্কিত ও অপরিচিতদের দিয়ে মাহফিল করে নিজেদের স্বার্থ হাসিল পায়তারা করছে। বিগত কোভিট-১৯ এর পর থেকে মাহফিল হচ্ছেনা। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের চলতি দায়িত্বে থাকা মোহাম্মদ নাজিম উদ্দিন, ছাত্র-অভিভাবক-এলাকাবাসী ও কমিটির সাথে কোন প্রকার পরামর্শ না করে সম্পূর্ণ অসৎ উদ্দেশ্য নিয়ে মাহফিল করতে যাচ্ছেন।  মাহফিলের নির্ধারিত তারিখ, নির্ধারিত সভাপতি ও নির্ধারিত অতিথিদেরকে রহস্যজনক কারণে উপেক্ষা করা হচ্ছে। মাদ্রাসার অধ্যক্ষ, সাবেক কমিটির কোন সদস্য ও হিতাকাঙ্খীবৃন্দ এ ব্যাপারে অবহিত নন।  অভিযোগ দায়েরকারীরা মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন মাদ্রাসাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন। তিনি মাহফিল নিয়ে অসৎ উদ্দেশ্য হাসিলের পায়তারা করছেন। এমতাবস্থায় মাদ্রাসা স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত মাহফিল নামীয় ষড়যন্ত্র ও অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি থেকে বিরত রাখতে সিলেটের জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ছাত্র ও অভিভাবকদের পক্ষে মিনহাজ রহমানসহ অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকদের একজন জানিয়েছেন উক্ত মাহফিল বন্ধ না হলে উক্ত ময়দানে তারাও ওয়াজ মাহফিলের ডাক দেবেন। এ নিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নাকি জনমতও গঠন করছেন।  এ প্রসঙ্গে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি পদ্মসেন  সিংহ  সাংবাদিকদের বলেন, ‘এ নিয়ে আমি একটি আবেদন পেয়েছি। মাদ্রাসায় সমস্যা হচ্ছে। এ অবস্থায় যা করণীয় মনে হবে আমরা তাই করব। কোনো অবস্থায়ই আইনশৃঙ্খলার অবনতি হওয়ার মতো পরিস্থিতি হতে দেওয়া হবে না।’ এদিকে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীরা মাদ্রাসার পুরো পরিস্থিতি ঘোলাটে করার জন্য দায়ী করেন সুযোগ সন্ধানী শিক্ষক ও বর্তমানে ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষের’ দায়িত্ব পালনকারী মোহাম্মদ নাজিম উদ্দীনকে। তারা বলেন, তিনিই নিজের স্বার্থ হাসিলের জন্য মাদ্রাসার বাইরের একটি মহলের ইন্ধনে প্রথার বাইরে গিয়েছেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ