বিশ্বনাথ বিডি ২৪ || 03 February, 2025, 6:46 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথ উপজেলার সদরে অনেকটা প্রশাসনের নাকের ডগায় সরকারী রাস্তার উপরে অবৈধভাবে গেইট নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয় প্রভাবশালী মহল জড়িত থাকায় সরকারের আপত্তি সত্ত্বেও গেইট নির্মাণের কাজ অব্যাহত রয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। গত ২রা ফেব্রুয়ারী রবিবার এলাকাবাসী সর্বশেষ বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আরেকটি অভিযোগ দায়ের করেছেন।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এলাকাবাসীর পক্ষে বিশ্বনাথ পৌরসভার স্থানীয় মহরমপুর গ্রামের মো. সাজ্জাদ আলী দাখিলকৃত অভিযোগে বলেন, বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের অন্তর্গত বিশ্বনাথ কলেজ রোড বিশ্বনাথ টু জগন্নাথপুর বাইপাস রোড সংলগ্ন তিন রাস্তার মুখ মহরমপুর বৈদ্যকাপন থেকে ভোগশাইল রাস্তার সাথে বর্ণিত রাস্তা সংযুক্ত হইয়াছে। উক্ত সরকারী রাস্তার উপর রাতের আধারে আব্দুল আহাদ, পিতা মৃতঃ আব্দুল জব্বার, আব্দুল আহাদ, পিতা মৃতঃ আরশ আলী, আব্দুল করিম, পিতা মৃতঃ আরশ আলী, আজমান খান গং পিতা হারুন খান সর্বসাং-বৈদ্য কাপন, উপজেলাঃ বিশ্বনাথ, জেলাঃ সিলেট সহ আরো একাধিক ব্যক্তি অবৈধভাবে গেইট নির্মানের উদ্যোগ নিয়েছে।
ইতিমধ্যে ৮ ফুট উচ্চতার দুটি পিলার স্থাপন করেছে। এমতাবস্তায় সম্প্রতি আমরা বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকৌশলী বিশ্বনাথ এর সাথে সাক্ষাৎ করে অভিযোগ জানাই । এর ভিত্তিতে তারা উভয়েই সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সরকারী সড়কে নির্মানাধীন গেইটটি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। কিন্ত উপরে উল্লেখিত ব্যক্তিবর্গ গেইট না ভাঙ্গায় আমরা গত ২৩ জানুয়ারী সিলেট এর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে দুটি লিখিত অভিযোগ দায়ের করি।
কিন্ত এখন পর্যন্ত প্রশাসন থেকে কোন পদক্ষেপ না নেওয়ায় আমরা এলাকার মুরব্বীয়ান হিসেবে উদ্বেগ ও উৎকন্টায় রয়েছি। সরকারী রাস্তার উপর গেইট নির্মাণের এই উদ্যোগ গ্রহন করায় এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উক্ত গেইট নির্মাণ কে ইস্যু করে যে কোন ধরনের প্রাননাশের আশংকা রয়েছে। পাশাপাশি উক্ত স্থানে অস্থায়ীভাবে গেইট নির্মিত হলে যে কোন সময় সেটি পড়ে গিয়ে স্কুলগামী ছোট্ট ছোট্ট শিশু ও পথচারীরা মারাত্মকভাবে আহত ও মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন। এমতাবস্থায় এলাকার স্বার্থে গেইট নির্মান বন্ধে উদ্যোগ গ্রহন করার জন্য বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ জানান।
অভিযুক্ত আব্দুল আহাদ বলেন, অবৈধভাবে নয়, আমরা প্রশাসনকে অবগত করে গেইট নিমার্ণ করছি। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবি করে তিনি আরো বলেন, কোন ব্যক্তি আমাদের বিরুদ্ধে অভিযোগ করার যুক্তিনেই।