বিস্তারিত
  • আওয়ামী লীগ সরকার শুধু মানুষকে অত্যাচার করেছে- আসকির আলী


    বিশ্বনাথ বিডি ২৪ || 26 January, 2025, 10:07 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: সিলেট জেলা বিএনপির সহ সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেস্টা মন্ডলীর সদস্য ও সাবেক এমপি এম. ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী বলেছেন, নিজের ৫ বছরে ওই জনপদে এম. ইলিয়াস আলী যে উন্নয়ন করে ছিলেস গত ১৭ বছরে তার এক অংশও কাজ হয়নি। আওয়ামী লীগ সরকার শুধু মানুষকে অত্যাচার করেছে আর লুটেপুটে খেয়েছে জনগণের সম্পদ। ১৭ বছর মানুষ শান্তিতে ছিলেন না, ৫ আগস্ট থেকে যেভাবে শান্তিতে আছেন। তাই আমাদের ওই জনপদকে একটি শান্তির জনপদ হিসেবে গড়তে, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    তিনি রোববার (২৬ জানুয়ারী) দুপুরে যুক্তরাজ্যস্থ চেম্বার অব কমার্সের লন্ডন রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট ও মিডিয়া ব্যক্তিত্ব তোফাজ্জল আলম তোফায়েলের অর্থায়নে ও হাজী নজির মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ছিক্কা নোয়াগাঁও গ্রামে ৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ ও ছিক্কা নোয়াগাঁও গ্রাম থেকে চাউলধনী হাওরের রাস্তার মাটিকাটা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    গ্রামের মুরব্বী আইয়ূব আলীর সভাপতিত্বে ও সংগঠক দিলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, হাজী নজির মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেলাল আহমদ, দশঘর ইউনিয়ন বিএনপি নেতা তাজুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দল নেতা আনোয়ার মিয়া। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ