বিস্তারিত
  • প্রবাসীদের নিরাপত্তা নিয়ে বিশ্বনাথে বৈঠক


    বিশ্বনাথ বিডি ২৪ || 19 January, 2025, 5:50 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: দেশে আসা প্রবাসীরা বিমান বন্দরে হয়রাণী না হলে, বাংলাদেশ বিমানের টিকেটের দাম কমিয়ে অন্যান্য বিমানের সমপর্যায়ে রাখলে, সুবিচার পেলে, দেশে থাকা প্রবাসীদের সম্পত্তি অবৈধভাবে দখল করা বন্ধ করলে এবং আইনী সেবা প্রদানের মাধ্যমে দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রæত আইনী ব্যবস্থা নিলে ও অবৈধভাবে দখলকৃত ভ‚মি উদ্ধার করতে হবে, ইউএনও কার্যালয়ে ও ভ‚মি অফিসগুলোতে প্রবাসীদের হয়রাণী না করে দ্রæত কাঙ্খিত সেবা প্রদান সুনিশ্চিত করতে হবে, প্রবাসীদের জান-মালের নিরাপত্তা সুনিশ্চিত করলে, সিলেট-লন্ডন সরাসরি ফাইট বৃদ্ধিসহ সর্বোপরী প্রবাসীদের প্রাপ্য সুযোগ সুবিধা বৃদ্ধি করলে বর্তমান সময়ের চেয়ে অনেক বেশি প্রবাসীরা দেশে আসবেন। এতে করে সরকারের রাজস্ব আয় অনেকগুন বৃদ্ধি পাবে।
    এসব দাবীগুলো হচ্ছে সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র থেকে আসা প্রবাসীদের। শনিবার (১৮ জানুয়ারি) রাতে ‘গেøাবাল বিশ্বনাথ এন আর বি সোসাইটির ব্যানারে পৌর শহরের একটি পার্টি সেন্টারে ‘আইন শৃঙ্খলা ও প্রবাসীদের সার্বিক নিরাপত্তার বিষয়ে’ অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবাসীরা ওই দাবীগুলো উত্তাপিত করেন।
    যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের প্রবাসী, বিশ্বনাথের সাবেক-বর্তমান জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বনাথীদের মিলনমেলায় পরিণত হওয়া আলোচনা সভায় বক্তারা আরোও অভিযোগ করেন, বর্তমান সময়ে বিশ্বনাথে চুরি-ডাকাতি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চরম হারে বৃদ্ধি পেয়েছে দাদন ব্যবসাও। সাইন বোর্ড লাগিয়ে এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর ও ব্যাংকের চেক নিয়ে গরীব-অসহায় সাধারণ মানুষদেরকে চরমভাবে হয়রাণী করছে এসব দাদন ব্যবসায়ীরা। গ্রামীন পর্যায়ে পৌঁছে যাওয়া ‘দখল-দূর্নীতি’ দ্রæত রোধ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সমাজে থাকা হাতেগুনা কয়েক জন রাঘব বোয়ালদেরকে দ্রæত আইনের আওতায় এনে মানুষের হয়রানী কমাতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স প্রদানের ক্ষেত্রে মানুষকে অযথা হয়রাণী না করে, দ্রæত সময়ে কাঙ্খিত সেবা প্রদান করতে হবে। পুলিশের সহযোগীতা নিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন প্রকারে হয়রাণী করা দালাল চক্রকে আইনের আওতায় আনতে হবে।
    সভায় সকল বক্তারা দাবী ও অভিযোগমূলক বক্তাব্যের জবাবে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম (সেবা) বলেন, ইতিমধ্যে পুলিশ চুরি-ডাকাতি ও মাদকের সাথে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অন্যান্যদেরকে গ্রেপ্তার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। নাগরিক সেবা নিতে প্রবাসীরাসহ যে কেউ কোন দালাল বা অন্য কারও সহযোগীতা না নিয়ে সরাসির থানায় আসবেন অথবা আমার (সার্কেল) অফিসে আসবেন। আমরা দ্রæত সময়ের মধ্যেই আপনাদেরকে কাঙ্খিত সেবা প্রদান করব। আমাদের সমাজে অনেক প্রকারের সেবক আছেন, কিন্তু সেবা দেওয়ার মন-মানসিকতা সবার মাঝে নেই। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে সমাজ থেকে মানবতাবোধ দিন দিন কমে আসছে। ফলে সমাজে অপরাধ প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। এসব থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর সকলের সার্বিক সহযোগীতায় আপনাদের স্বপ্নের পুলিশ হতে আমরা কাজ করে যাচ্ছি।
    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, দালাল ছাড়া নাগরিক সেবা নিতে আপনারা সরাসরি থানায় আসবেন। পুলিশ দ্রæত সময়ের মধ্যে কোন প্রকারের হয়রাণী ছাড়াই আপনাদেরকে সেবা দিতে সদা প্রস্তুত রয়েছে। সকল প্রকারের অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বদা পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। অনেক কিছু আছে যা আমার ক্ষমতার মধ্যে নেই, কিন্তু যা আছে আমি তা শতভাগ দিয়ের মানুষকে সেবা দিয়ে যাব। আর উপজেলার কোথাও কোন প্রকারে টাকা জমা রেখে বিচার শালিস কেউ করতে পারবেন না, অভিযোগ করলে আমরা দাদন ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আসতে প্রস্তুত আছি।
    বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খানের সভাপতিত্বে ও সহ সভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবাসী রহমত আলী, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধ আব্দুর রউফ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্ল্যাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, ছহিফাগঞ্জ এসডি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, যুক্তরাষ্ট্র বিশ্বনাথ সমিতির সাবেক সভাপতি মুজিবুর রহমান মনির, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি হাসন আলী, আব্দুল মজিদ, প্রভাষক বাবরুল হোসেন বাবুল, আব্দুল গণি, জামাল উদ্দিন, আব্দুল কদ্দুছ, মাসুক আহমদ, ফারুক আহমদ, মুজিবুর রহমান নজির, ডাক্তার শানুর আলী মামুন, দুদু মিয়া, আবুল কালাম, সুহেল মিয়া, রাজনীতিবিধ মাষ্টার ইমাদ উদ্দিন, কাজী আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা সমিতির সিলেটের সভাপতি শাখাওয়াত আলী শাহী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।

    এসময় উপস্থিত ছিলেন, রামসুন্দর অগ্রগামি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে মিন্টু, বর্তমান সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের কো-অর্ডিনেটর নিশি কান্দ পাল, প্রবাসী মানিক মিয়া, ফজলুর রহমান, আব্দুল খালিক, ফারুক মিয়া, মাসুক মিয়া, আব্দুল মতিন, আতিকুর রহমান বুলবুল, আনোয়ার খান, হোছন আলী, আইয়ুব আলী, সামছুল হোসেন হোসেইন, আবুল কালাম, রাজনীতিবীদ কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, জাহেদুর রহমান, শামছুল ইসলাম, গোবিন্দ মালাকার, ইউপি সদস্য তানবির হোসেন, সংগঠক শেখ মো. আজাদ, আসাদুজামান নুর আসাদ, হোসাইন আহমদ শাহিন, দিলোয়ার হোসেন সজিব, আব্দুর রব, আব্দুল তাহিদ, রোহান আহমদ রাফী, নাজিম উদ্দিন, প্রবাসী, রাজনীতিবীদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ