বিস্তারিত
  • বিশ্বনাথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত


    বিশ্বনাথ বিডি ২৪ || 16 January, 2025, 10:07 PM || বিশ্বনাথ


    তজম্মুলআলী রাজু:: সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী চাউলধনী হাওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে তিনদিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপ্ত হয়। এর আগে গত মঙ্গলবার থেকে এ প্রতিযোগিতার আয়োজন করেন দৌলতপুর গ্রামবাসী।
    জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে ঘোড়দৌড় দেখতে হাজার হাজার দর্শক মিলিত হন। আর প্রতিযোগিতায় অংশ নিতে সিলেট বিভাগসহ বিভিন্ন অঞ্চল থেকে ১২৬টি শখের ঘোড়া নিয়ে আসেন মালিকরা। জিতে নেন টিভি, ভেড়া, ইস্ত্রি, কলস, ছাতাসহ বিভিন্ন পুরুষ্কার। সুনামগঞ্জের দিরাই থেকে ঘোড়া নিয়ে আসা আরজুম আলী বলেন, তিনি ছোটকাল থেকেই ঘোড়া পালন করেন। এটা শুধুমাত্র শখের বসে।
    ঘোড়ামালিক ছালিয়া দশঘর গ্রামের বাসিন্দা আলী হোসেন বলেন, তিনি যুক্তরাজ্য থেকে এসেছেন। এ মৌসুমে বিভিন্ন এলাকায় তার ৫ লাখ টাকা দামের ঘোড়া নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
    প্রতিযোগিতা কমিটির অন্যতম দায়িত্বশীল সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া বলেন, ৩ দিনের এ আয়োজন শেষে প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী ঘোড়ার সাওয়ারদের পুরস্কৃত করা হয়েছে। গ্রামীন ঐতিহ্য ধরে রাখতে ও মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে এ আয়োজন করা হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ