বিস্তারিত
  • বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টে সহসভাপতি মিছবাহ দেশে আসছেন কাল


    বিশ্বনাথ বিডি ২৪ || 05 January, 2025, 10:09 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহসভাপতি ও দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব এন্ড একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোহাম্মদ মিছবাহ উদ্দিন যুক্তরাজ্য থেকে দেশে আসছেন কাল সোমবার। বিমানের একটি ফ্লাইটে তিনি কাল বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছাবেন।
    জানাগেছে, ৭ জানুয়ারি রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে যোগদানের জন্য তিনি প্রবাস থেকে আসছেন। এছাড়া মোহাম্মদ মিছবাহ উদ্দিন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে ব্যস্থ সময় অতিবাহিত করবেন।
    সংক্ষিত সফরে মিছবাহ উদ্দিন দেশে অবস্থানকালে উপজেলা বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। নিরাপদে দেশে পৌছতে দেশ-বিদেশের সবার দোয়া কামনা করেন তিনি।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ