বিস্তারিত
  • বিশ্বনাথে পুকুরে পড়ে শিশুর মৃত্যু


    বিশ্বনাথ বিডি ২৪ || 30 December, 2024, 4:46 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে আয়শা সিদ্দিকা আয়না নামের ১৮মাস বয়সী শিশুর। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার রামধানা কাড়ারপাড় গ্রামের মৃত রইছ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আয়শা সিদ্দিকা আয়না রামধানা দক্ষিণ পাড়া গ্রামের মৃত সেবুল আহমদ ও শিরিন সুলতানা সুমি দম্পতির একমাত্র সন্তান।
    বিষয়টি নিশ্চিত করেছেন শিশুর মামা সাংবাদিক আক্তার আহমদ শাহেদ। তিনি জানান, সকালে বাড়ির উঠানে খেলতে গিয়ে সে বাড়ির পুকুরে পড়ে যায়। হঠাৎ তার সাথে থাকা আরেক শিশু খবর দেয় আয়শা পুকুরে পড়ে গেছে। সাথে সাথে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে দুই পরিবারে শোকের মাতম চলছে। গত ৬মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে এই শিশুর পিতা সেবুল আহমদ মারা যান।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ