বিস্তারিত
  • আল-হেরা ভাংচুর মামলায় আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীর জামিন লাভ, ৬ জন কারাগারে


    বিশ্বনাথ বিডি ২৪ || 30 December, 2024, 3:28 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট একটি শপিং সিটিতে হামলা ও ভাঙচুর মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ২২ কর্মী আত্মসমর্পণ করেছেন। রবিবার দুপুরে সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তারা। পরে ১৬ জনের জামিন মঞ্জুর ও ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

    বাদীপক্ষের আইনজীবী গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী ও আসামিপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন জানান, একটি মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ২২ কর্মী রবিবার সকালে আদালতে এসে আত্মসমর্পণ করেন। দুপুরে শুনানি শেষে ৬ জনকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১-এর বিচারক ধ্রুব জ্যোতি পাল।

    জামিন নামঞ্জুর হওয়া কর্মীরা হলেন, বিশ্বনাথ উপজেলা যুবলীগ কর্মী রাজন আহমদ অপু, আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগ কর্মী জাকির হোসেন মামুন, ফারাবী ইমন ইসলাম, মাসুদ আহমদ রিপন, কয়েছ আহমদ।

    আসামী পক্ষের আইনজীবি ফাহেমা-আল জহুরা জানান, মামলার ২২ জন আসামি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের মধ্যে ১৬ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন এবং ৬ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে এ মামলায় আগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে ও ৪ জন জামিনে আছেন।

    উল্লেখ্য, গত ৪ আগস্ট সিলেটের বিশ্বনাথ পৌর শহরের আলহেরা শপিং সিটি ভাঙচুর-লুটের অভিযোগে ঘটনায় ১৪ দিন পর আলহেরা শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান বাদী হয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৮৩ জন কর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় আরও ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ