বিশ্বনাথ বিডি ২৪ || 28 December, 2024, 5:56 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথে শনিবার (২৮ ডিসেম্বর) চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উত্তর দৌলতপুর, হাসনাজী ও পাড়–য়া গ্রামবাসীর উদ্যোগে হাসনাজি গ্রামের উত্তরের মাঠে ঘোড়ার দৌড় অনুষ্ঠিত হয়। সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নামের ৭৫টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় সোনার মেডেল ঘোড়াকে হারিয়ে বাংলা ভাই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সকাল থেকে বিকেল পর্যন্ত ছিল এই ঘোড় দৌড় প্রতিযোগিতা। ঘোড়ার দৌড় প্রতিযোগিতা কমিটির সদস্যরা জানান, পূর্ব পুরুষের ঐতিহ্য ধরে রাখতে আমরা ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করে থাকি। দীর্ঘদিন পর ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করায় জনমনে দেখা দিয়েছে আনন্দ। ঐতিহ্য ধরে রাখতে আয়োজক কমিটি এই প্রতিযোগিতা অব্যাহত রাখবে।
আয়োজক কমিটি দায়িত্বশীল আনোয়ার হোসেন বলেন, প্রতিযোগিতায় সুনামগঞ্জ, নবীগঞ্জ, ছাতক, কানাইঘাটসহ বিভিন্ন উপজেলা থেকে ৭৫টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় সোনার মেডেলকে হারিয়ে বাংলা ভাই ঘোড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।