বিশ্বনাথ বিডি ২৪ || 26 December, 2024, 12:26 AM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে চরম অসদাচরণ, জামা কাপড়, ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে উম্মাদের ন্যায় বেহায়াপনার মত টানাটানির কারণে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বিশ্বনাথের বহুল আলোচিত এক প্রবাসী দম্পতি। উম্মাদ এই প্রবাসী দম্পতির এহেন আচরণে প্রবাসীসহ বিশ্বনাথের সর্বস্থরের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্ঠি হয়। অনেকেই তখন সাংবাদিকদেও শান্তনা দেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে সকল ধরনের ব্যবস্থা গ্রহল করলে তারা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। চলতি মাসের ১৯ ডিসেম্বর বিশ্বনাথ সদর ইউনিয়নের হিমিদপুর গ্রামের মৃত: অ্যাডভোকেট আইয়ুব আলীর স্ত্রী, ক্যান্সারে আক্রান্ত বৃদ্ধা আছিয়া আইয়ুব মিনা তাঁর গ্রামের বাড়ীতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। ওই দিন সংবাদ কাভার করতে যান বিশ্বনাথের সাংবাদিকরা। সংবাদ সম্মেলন শেষে আছিয়া আইয়ুব মিনার অভিযোগ অনুযায়ী তাঁর দেবর কর্তৃক দখলকৃত বসতঘরের সরেজমিনে ছবি তুলতে গেলে এসময় কিছু বুঝে উঠার আগেই সাংবাদিকদের উপর চড়াও হন প্রবাসী দম্পতি কাউছার আলী ও তাঁর স্ত্রী জয়রুন উরফে জনতা বেগম। এসময় তারা চরম অসদাচরণ, জামা কাপড়, ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে উম্মাদের ন্যায় বেহায়াপনার মত টানাটানি করতে থাকেন। এতে সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইলের ব্যাপক ক্ষতি হয় এবং অনেকে আহত হন। এ ঘটনার পর সাংবাদিকরা থানায় এসে থানার অফিসার ইনচার্জ রুবেল মিয়াকে বিষয়টি অবহিত করলে তিনি সাংবাদিকদেরকে লিখিত অভিযোগ দেয়ার কথা বলেন এবং দ্রæত তাদেরকে গ্রেফতার করব। তখন কিছু সিনিয়র সাংবাদিকরা প্রবাসী বিবেচনায় অভিযুক্ত দম্পতিকে তাদের কৃতকর্মের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে থানায় এসে নি:শর্ত ক্ষমা চাওয়ার জন্য সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা ওসিকে জানান। ওসি তখন অভিযুক্ত দম্পতিকে সাংবাদিকদের সিদ্ধান্তে কথা জানালে, তারা পরদিন শুক্রবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের যৌথ সভায় প্রবাসী কাউছার আলী ও তাঁর স্ত্রী জয়রুন উরফে জনতা বেগম বিশ্বনাথ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল মোমিন মামুনকে সাথে নিয়ে এসে করজোরে সেদিনকার অপ্রত্যাশিত ঘটনার জন্য আলোচিত এই দম্পতি নি:শর্ত ক্ষমা চান এবং প্রবাসী দম্পতি ভবিষৎতে এমন অসভ্য আচরণ হবে না বলে অঙ্গিকার করেন।
সাংবাদিক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশ্বনাথের সর্বস্থরের সাংবাদিকদের যৌথ সভায় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নবীন সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য শহিদুর রহমান, নুর উদ্দিন, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সমুজ আহমদ সায়মন, ফারুক আহমদ, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সদস্য আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য মশিউর রহমান, রাজা মিয়া, এনটিভি ক্যামেরাপার্সন আফজল মিয়া।