বিশ্বনাথ বিডি ২৪ || 10 December, 2024, 10:54 PM || বিশ্বনাথ
সিলেটের বিশ্বনাথ থানার চাঞ্চল্যকর ব্যবসায়ী মনিরুজ্জামান লিলু হত্যা মামলার মূল আসামি মাহবুবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (৮ ডিসেম্বর) পিবিআইর এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে সুনামগঞ্জে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাহবুবুর রহমান (২৮) সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাকলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম খলিলুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মাহবুবুর রহমানের মোবাইল ফোন বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। গ্রেফতারের পর আজ বুধবার (১০ ডিসেম্বর) মাহবুবুর রহমানকে নিয়ে লিলু মিয়ার গ্রামের বাড়ি রামপাশা ইউনিয়নের নওধার গ্রামে অভিযানে যায় পিবিআইর একটি দল। সেখানে আসামির দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং তার জুতা উদ্ধার করা হয়।
পিবিআইর তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, লিলু মিয়াকে হত্যার জন্য আসামি মাহবুবুর রহমানকে ভাড়া করা হয়েছিল। মামলার অপর আসামী আফজলের চাচাতো ভাই ফটিক ডাকাত কয়েক বছর আগে ক্রসফায়ারে নিহত হন। এই ঘটনায় তার পরিবার মনিরুজ্জামান লিলুকে দায়ী করে আসছিল এবং এর প্রতিশোধ হিসেবে তারা লিলুকে হত্যার পরিকল্পনা করে—এটি এলাকাবাসীর মধ্যে চাউর ছিল।
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট বুধবার রাতে এশার নামাজ শেষে নিজ মসজিদ থেকে বাড়ি ফেরার পথে লিলু মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর বিশ্বনাথ থানা পুলিশ আফজল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। তবে তার কাছ থেকে পাওয়া যায়নি গুরুত্বপূর্ণ কোনো তথ্য। এরপর মামলাটি পিবিআইর কাছে হস্তান্তর করা হয়।
পিবিআইর এ অভিযানের মাধ্যমে লিলু হত্যা মামলার রহস্য উন্মোচিত হয়েছে। তবে মামলার তদন্ত এখনো চলমান রয়েছে এবং এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।