বিস্তারিত
  • উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজে অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে কাল থেকে শিক্ষকদের কর্মবিরতি


    বিশ্বনাথ বিডি ২৪ || 08 December, 2024, 12:12 AM || বিশ্বনাথ


    সিলেটের বিশ্বনাথে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নেছার আহমেদ এর স্বেচ্ছাচারিতায় অনিয়মের প্রতিবাদ ও শিক্ষকদের নায্য পাওনা বেতন আদায়ের দাবিতে কাল থেকে শিক্ষকদের কর্মবিরতি পালন করবে শিক্ষক-কর্মচরীরা।

    শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার পর কর্মবিরতির বিষটি সাংবাদিকদের জানান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক বাংলা বিভাগ দেলোয়ার হোসেন,
    গভনিং বডির শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক ব্যবসা আব্দুল মুনিম।

    তাছাড়া ও কলেজের আরো কয়েকজন সিনিয়র শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন অধ্যক্ষ বছরের পর বছর কলেজে অনিয়ম করে যাচ্ছেন এবং শিক্ষকদের নায্য পাওনা থেকে বঞ্চিত করছেন। এর প্রতিবাদে তারা আগামী কাল থেকে কর্মবিরতিতে পালন করবেন।

    বিষয়টি নিশ্চিত করে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের বাংলা বিষয়ক সহকারী অধ‌্যাপক্ষ দেলওয়ার আহমদ বলেন আমাদের নায্য পাওনার অধিকার আদায়সহ অধ্যক্ষ নেছার আহমেদ এর স্বেচ্ছাচারিতায় অনিয়মের প্রতিবাদে আগামীকাল থেকে কর্মবিরতি পালন করব।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ