বিস্তারিত
  • বিমান বন্দরে মিছবাহ উদ্দিন সংবর্ধিত


    বিশ্বনাথ বিডি ২৪ || 24 October, 2024, 2:30 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবী, শিক্ষানুরাগী মোহাম্মদ মিছবাহ উদ্দিন আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে দেশে এসে পৌঁছেছেন। দেশে আগমণ উপলক্ষে মিছবাহ উদ্দিনকে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব এন্ড একাডেমীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
    এসময় মিছবাহ উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সিলেট মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর কয়েছ লোদী, সাংবাদিক আব্দুল কাদের তাফাদার, সিলেট জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ও সিলেট জেলা কোর্টের নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান, সিলেট জেলা বিএনপির অর্গানাইজিং সেক্রেটারী শামীম আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, ব্যবসায়ী সুকান্ত ধর মিটন, নুরুল ওয়াছে আলতাফি কালাম।


    পরে যুক্তরাজ্য প্রবাসী, কলচেষ্ঠার বিএনপির সভাপতি, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র সহসভাপতি, কলচেষ্ঠার ইসলামিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব এন্ড একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও বিশিষ্ঠ সমাজসেবী মোহাম্মদ মিছবাহ উদ্দিনকে একাডেমীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
    এসময় মিছবাহ উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, একাডেমীর সমন্বয় কমিটির সদস্য আরান আলী, নাজিম উদ্দিন, হেলাল মিয়া মেম্বার, তারেক আহমদ খজির, আব্দুস সালাম মুন্না, বিএনপি নেতা আব্দুন নুর, সংগঠক সাইদুর রহমান পলাশ, একাডেমীর সদস্য মেহেদী হাসান মামুন, মাহবুব আহমদ প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ