বিশ্বনাথ বিডি ২৪ || 28 September, 2024, 6:09 PM || বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: লন্ডনে ইউনির্ভাসিটি অব রুহামশনে পড়ালেখা করে বিজনিজ ম্যানেজমেন্টে গ্রাজুয়েশন লাভ করেছেন বিশ্বনাথের ইমরান আলী। ইমরান আলী দৌলতপুর ইউনিয়নের কাজীরগাঁও গ্রামের আহমদ আলী ও হাসনা বেগম দম্প্রতির ছেলে।
ইমরান আলী জানান, পড়ালেখার পেছনে বাবা-মা, শিক্ষক, শিক্ষিকার অনুপ্রেরণায় বিজনিজ ম্যানেজমেন্টে গ্রাজুয়েশন লাভ করতে পেরেছি। ভাল ফলাফলের জন্য মহান আল্লাহ’র দরবারে শোকরিয়া জানাই। নিয়মিত পড়ালেখা করলে ভাল ফলাফল করা যায় তার বাস্তব প্রমাণ হল আমি নিজেই। তিনি অন্যান্য সকল শিক্ষার্থীদের নিয়মিত অধ্যাবসায় চালিয়ে যেতে অনুরোধ করেন। ইমরান আলী বলেন, লক্ষ্য নিয়ে কাজ করলে অভিষ্ঠ লক্ষ্যে পৌছা সম্ভব। যদি ইচ্ছা থাকে। ইচ্ছাই হচ্ছে মূল কারণ। তিনি আগামীতে আরো ভাল করার জন্য সবার দোয়া কামনা করেন।