বিস্তারিত
  • বিশ্বনাথে উমরা মিয়ার পক্ষ থেকে বৃক্ষরোপন


    বিশ্বনাথ বিডি ২৪ || 27 September, 2024, 7:43 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: বৃক্ষপ্রেমিক আব্দুল গাফ্ফার উমরা মিয়ার পৃষ্ঠপোষকতায় ও সামাজিক সংগঠন অমরাবতির ব্যবস্থাপনায় বিশ্বনাথ সদর ইউনিয়নের পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল স্কুলে বৃহস্পতিবার বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।

    এ উপলক্ষে স্কুলের ছাত্র-ছাত্রী, সাধারণ মানুষকে বৃক্ষ রোপনে উৎসাহিত করতে ‘মানুষ হিসাবে বেঁচে থাকতে গাছ লাগানোর বিকল্প নেই ” সম্বলিত নানান প্লে-কার্ড নিয়ে এলাকায় একটি র‌্যালী বের করা হয়।

    অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খান।বৃক্ষপ্রেমিক আব্দুল গাফ্ফার উমরা মিয়ার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান অমি, বীর মুক্তিযোদ্ধা তালেব তালী, সংগঠক জাহাঙ্গীর হোসেনসহ স্কুলের শিক্ষক’শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

    এসময় বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক ফলজ ও ভেষজ জাতের চারা রোপন করা হয়। এরমধ্যে কাটিমন আম, জলপাই, আমলকি, অর্থকী, বয়েরা, আগর, পেয়ারা, বাতাবি লেবু ইত্যাদি।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ