বিস্তারিত
  • বিশ্বনাথে এক ব্যবসায়ীর ১০ দিনের কারাদন্ড : ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


    বিশ্বনাথ বিডি ২৪ || 14 November, 2023, 6:11 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথে মঙ্গলবার (১৪ নভেযম্বর) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও আরো তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    ভোক্তা অধিকার আইন লঙ্গণ করায় বিশ্বনাথ পুরাতন বাজারের মাতৃভান্ডারের পরিচালক তপন দেবের পুত্র ব্যবসায়ী ছিন্ময় দেবকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও আরো তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালন পরিচালনা করেন বিশ্বনাথ উপজেলা সককারী কমিশনার মো. সম্রাট হোসেন।
    বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন বলেন, মূল্যতালিকার চেয়ে বেশী দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার কারণে ভোক্তাঅধিকার আইনে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ