বিস্তারিত
  • দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমীর বর্ণাঢ্য উদ্বোধন


    বিশ্বনাথ বিডি ২৪ || 04 November, 2023, 5:20 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: তিন শতাধিক প্রশিক্ষনার্থী নিয়ে দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (৪ঠা নভেম্বর) শাহপিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বন্যাঢ অনুষ্ঠানকে ঘীরে এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করেছিল।
    জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে দুপুরে বেলুন ও পায়রা উড়িয়ে একাডেমীর উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন।
    দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটির্ং ক্লাব এন্ড একাডেমীর সমন্বয় কমিটির সদস্য ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফের) কার্যনির্বাহী কমিটির সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলায় শারিরীক ও মানসিকভাবে মানুষকে সুস্থ রাখে। তাই খেলাধুলাকে গুরুত্ব দেয়া প্রয়োজন। তিনি বলেন, বিশ্বনাথ উপজেলা খেলাধুলার এক উর্বর মাটি ও মাটিকে আরো উর্বর করতে দেশ ও প্রবাসীরা আরো এগিয়ে আসতে হবে।
    বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু ও দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমীর সমন্বয় কমিটি সদস্য টিপু আলী’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটির্ং ক্লাব এন্ড একাডেমীর সমন্বয় কমিটির সদস্য ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকদ্দছ আলী।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টিং ট্রাস্ট ইউকের সভাপতি মো, গৌছ খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমীর ফাউন্ডার মেম্বার ফারুক মিয়া, দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমীর সমন্বয় কমিটি সদস্য মো. আশিক আলী, ক্রীড়া সংগঠক আলতাব হোসেন, লাইসেন্স প্রাপ্ত কোচ (বি) সাহাজ উদ্দিন টিপু, বালাগঞ্জ-ওসমানীনগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি আক্তার আলী।
    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহপিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসাইন, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, সাবেক ফুটবলার রুশন আহমদ, ক্রীড়া সংগঠক মহব্বত আলী জাহান, যুক্তরাজ্য প্রবাসী আফরোজ আলী, আব্দুল গফুর, ছুরত মিয়া বাবুল, দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমীর সমন্বয় কমিটির সদস্য ও কাউন্সিলর জহুর আলী, পরতাব আলী, হেলাল মিয়া মেম্বার, তারেক আহমদ খজির, নাজিম উদ্দিন, মফিক মিয়া, আব্দুল আহাদ, আব্দুস সালাম, সাবুল আহমদ, হাজী ফজলুর রহমান, নুরশেদ মিয়া, হেলাল মিয়া, মাহবুবুর রহমান, জাবেদ মিয়া, ইকবাল হোসেন, আব্দুস সালাম মুন্না, আনহার আলী, ক্রীড়া সাংবাদিক মান্না চৌধুরী, বালাগঞ্জ-ওসমানীনগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল খান, নুনু ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা আলী আমজাদ নুনু, ইউপি সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম, খালেদ মিয়া, দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমীর সদস্য বসির উদ্দিন আহমদ, ক্রীড়ানুরাগী সাদেক মিয়া, শওকত আলী, আইয়ুব আলী, ইলিয়াস আলী, নুর মিয়া, ছালিক মিয়া, শাহ মো. মারুফ, জয়নাল আহমদ, আজাদ আহমদ, সামছুল ইসলাম, তখলিছ আলী, রিয়ান আলী, জামাল মিয়া প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ