বিস্তারিত
  • বিশ্বনাথে নতুন এসিল্যান্ডের যোগদান


    বিশ্বনাথ বিডি ২৪ || 01 November, 2023, 6:28 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. সম্রাট হোসেন। এর আগে তিনি সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
    ৩০ অক্টোবর যোগদান করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রথম কর্মকাল শুরু করেন। শরিয়তপুর জেলার ঝাজিরা উপজেলার ওই মেধাবী কর্মকর্তা মো. সম্রাট হোসেন বিগত কর্মস্থল সমূহে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
    নব যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার মো. সম্রাট হোসেন আগামী দিনগুলোতে উপজেলায় তাঁর দায়িত্ব পালনে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ