বিস্তারিত
  • আমার বিরুদ্ধে মেয়রের অভিযোগ মিথ্যা, বানোয়াট : কাউন্সিলর জহুর আলী


    বিশ্বনাথ বিডি ২৪ || 25 October, 2023, 4:50 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুর আলী মেয়র মুহিবুর রহমান কর্তৃক দুটি অভিযোগ মিথ্যা, বানোয়াট দাবী করে তিনি মেয়রের অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, প্রতিবাদে প্রকাশ : আমার নির্বাচনী এলাকা ৭ নং ওয়ার্ডের সম্মানিত নাগরিকবৃন্দ, মুরব্বীয়ান ও যুবক ভাই/বোনেরা আপনারা সকলেই অবগত আছেন বিগত ৩-৪ দিন যাবত বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান উনার ব্যক্তিগত (মেয়র মুহিবুর রহমান নামক) ফেইসবুক পেইজে ধারনকৃত ভিডিওর মাধ্যমে আমার উপর ভিন্ন ভিন্ন ২ টি অভিযোগ তুলেছেন যাহা আমার কাছে মনে হয়েছে সম্পূর্নই আইন বহির্ভুত মিথ্যা ও বানোয়াট।
    যাহা আমার ও আমার পরিবারের মান সম্মান ক্ষুন্ন ও হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়েছে বলে আমি মনে করছি। পৌরবাসি অবগত আছেন, আমি এবং আমার পরিবার আর্থিকভাবে যতেষ্ট সচ্ছল এবং এলাকায় আমাদের যতেষ্ট সম্মান রয়েছে।
    আমি জানিনা কার প্ররোচনা মূলক মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে যাচাই বাছাই না করে এবং আমাকে জিঙ্গাসা না করেই পৌরসভার মেয়র আমাকে অশালিন ভাষা ব্যবহার করে উনার ফেইসবুক পেইজে ভিডিওর মাধ্যমে গালাগালি করছেন যাহা খুবই ন্যাকার জনক, পৌর মেয়র কতৃক এহেন অশালিন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করছি।
    উনার প্রথম অভিযোগ আমি নাকি এলাকার একজন লোকের কাছ থেকে কর আদায়ের নামে ২৫ হাজার টাকা আত্মসাৎ করেছি যার কাগজে কলমে কোন নিদির্ষ্ট প্রমান তিনি করতে পারেন নাই। আপনারা সবাই জানেন কর আদায়ের নির্দিষ্ট কর্মকর্তা আছেন যিনি কর আদায় করে রশিদ দিয়ে থাকেন এখানে কর আদায়ের ব্যপারে আমি কখনোই হস্তক্ষপ করিনা এবং এটা আমার কাজও নয়।
    দ্বিতীয় অভিযোগ, আমি নাকি টিউবওয়েল দেয়ার নাম করে এলাকার মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছি এবং আমার নিজস্ব কলোনিতে টিউবওয়েল স্থাপন করেছি যাহা একটি মিথ্যা বানোয়াট কথা এই রকম মিথ্যাচারের প্রমান ও তিনি দিতে পারবেন না। আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যে সকল অভিযোগ এনেছেন সব গুলোই মিথ্যা বানোয়াট এবং আমার মান সম্মান নষ্ট করার জন্য তাঁর একটি ষড়যন্ত্র বলে আমি মনে করছি। বিজ্ঞপ্তি



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ