বিশ্বনাথ বিডি ২৪ || 22 October, 2023, 6:48 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে বিশ্বনাথে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য শনিবার সিলেটের পুলিশ সুপারের পক্ষ থেকে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান।
এ সময় বিভিন্ন মন্দিরে পূজা আয়োজনকারীদের পুলিশ সুপারের পক্ষ থেকে ফলপূর্ণ ঝুঁড়ি দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার ও বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম।
মন্দির পরিদর্শন কালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, যুগ যুগ ধরে বাঙালীরা ঐক্যবদ্ধভাবে সকল ধর্মের মানুষের বিভিন্ন উৎসবের আনন্দ একসাথে উপভোগ করে আসছেন।
যারাই ওই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, তাদেরকে ধ্বংস করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার অপরাধীদের শাস্তি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। আর যার যার অবস্থান থেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলে সমাজে শান্তি বিরাজমান থাকার পাশাপাশি হবে উন্নত।
বিশ্বনাথ থানার অফিসার ইন-র্চাজ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের দেশ হচ্ছে বাংলাদেশ। সুদীর্ঘকাল থেকে তাই বাঙালীরা সকল ধর্মের মানুষের ধর্মীয় উৎসবগুলো এক সাথে মিলে মিশে উপভোগ করে আসছেন। বিশ্বনাথ থানার নাগরিকবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন তৈরি করে মিলে মিশে সকল ধর্মীয় উৎসব নির্বিঘ্ েপালন করতে বদ্ধ পরিকর।