বিস্তারিত
  • সবুবের মৃত্যুতে আসকির আলীর শোক


    বিশ্বনাথ বিডি ২৪ || 20 October, 2023, 7:23 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথ পৌর বিএনপি’র সভাপতি হাজী আব্দুল হাই’র বড় ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদের শশুর বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্দুস সবুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ বিএনপি নেতা আম. ইলিয়াস আলীর ছোট ভাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম. আসকির আলী।
    গণমাধ্যম মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেছেন, আলহাজ্ব আব্দুস সবুরের মৃত্যুতে তার পরিবারের মতো আমরাও অত্যন্ত ব্যথিত, শোকাহত শোক জানাবার শব্দ খুঁজে পাচ্ছি না, শুধু মহান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা আলহাজ্ব আব্দুল সবুরকে বিদেহী আত্মার মাগফেরাতের জন্য।
    আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন এবং তার ভালো কাজগুলোকে কবুল করে নেন।
    বিশ্বনাথ এবং রাজনগরবাসী একজন জনদরদি সমাজ সেবককে হারালো। মহান সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতবাসি করেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ