বিস্তারিত
  • বিশ্বনাথে পিএফজির ফলো আপ সভা অনুষ্ঠিত


    বিশ্বনাথ বিডি ২৪ || 12 August, 2022, 6:14 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক::- সমস্যা সম্ভাবনা বিষয় নিয়ে বিশ্বনাথে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ফলোআপ সভা শুক্রবার (১২ আগস্ট) পৌরশহরের পুরাতনবাজারের একটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

    পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি’র) অ্যাম্বাসেডর মোহাম্মদ আসাদুজামান আসাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। তাঁর বক্তব্যে বলেছেন, ঐক্যে বাংলাদেশ গঠনে সবার এগিয়ে আসা উচিত মত ও পথের বিন্যতা থাকতে পারে। নিজের এলাকাকে সুন্দর রাখতে সবার প্রয়োজন। এক্ষেত্রে দলমত নির্বিশেষে আন্তরিকভাবে কাজ করে আমাদেরকে অভিষ্ঠ লক্ষ্যে পৌছাতে হবে।

    পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি’র) বিশ্বনাথ উপজেলা কো-অর্ডিনেটর তজম্মুল আলী রাজু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষক ময়মনা আক্তার রুবী, সিলেট জেলা সমন্বয়কারী মোজাম্মেল হক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল কুমার পাল, পিস ফ্যাসিলিটেটর গ্রæপ (পিএফজি’র) বিশ্বনাথ উপজেলা সদস্য আব্দুল মতিন, আলতাব হোসেন, বেগম স্বপ্না শাহিন, আফিয়া বেগম, জয়নাল আবেদীন, প্রভাষক মোনায়েম খান, সিতাব আলী, জয়নাল মিয়া, ফরিদ মিয়া, বদরুল ইসলাম মহসিন, মিনা বেগম, রাছনা বেগম, রুহেলা বেগম প্রমুখ।

    সভায় আগামী ২৮ আগস্ট যানজট মুক্ত বিশ্বনাথ গঠনে আলোচনা সভার সিদ্ধান্ত গৃহিত হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ