বিশ্বনাথ বিডি ২৪ || 01 May, 2022, 7:26 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪::-বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে দরিদ্র-অসহায় শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় রবিবার (১লা মে) পৌর শহরের পুরানবাজারস্থ সওজ এর ডাকবাংলোয় ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
খাদ্য বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সফিকুল ইসলাম শফিক, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৪ বছর ধরে বিশ্বনাথের আর্ত্মসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বিশ্বনাথ এইড ইউকে। সংস্থার এমন কাজের ভুঁয়সী করছেন বিশ্বনাথবাসী। বক্তারা বিশ্বনাথ এইড ইউকের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
উল্লেখ্য, বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় পৌর শহরের বিভিন্ন পয়েন্টে ১৫ রমজান থেকে প্রত্যেক দিন ১০০ প্যাকেট করে ২৯ রমজান পর্যন্ত পদচারীদের মধ্যে বিনামূল্যে ১৫০০ শত প্যাকেট ইফতারি বিতরণ করা হয়েছে।