বিস্তারিত
  • বিশ্বনাথে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোকাব্বির


    বিশ্বনাথ বিডি ২৪ || 06 January, 2022, 6:14 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪::-বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভাঙ্গন কবলিত গোবিন্দনগর গ্রামের মাকুন্দা নদী পাড় পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান। বৃহস্পতিবার (৬ জানুয়ারী) বিকেল ৩টায় তিনি ওই ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
    এ সময় স্থানীয় গোবিন্দনগর, দ্বীপবন্দ বিলপাড় গ্রাম ও এলাকাবাসী সংসদ সদস্যকে জানান, গ্রামটির পূর্বদিকে বয়ে যাওয়া মাকুন্দা নদীর অব্যাহত ভাঙ্গনে ঘরবাড়ি, মসজিদ ও কবরস্থান বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে নদীপাড়ের সড়কের কিছু অংশও বিলীন হয়ে গেছে নদীগর্ভে। ওই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। চলাচল করছেন পথচারীরাও। মাকুন্দা নদীর ভাঙ্গন অব্যাহত থাকায় আতংকে রয়েছেন গোবিন্দনগর গ্রামবাসি।
    স্বচক্ষে ভাঙ্গনের দৃশ্য অবলোকন করে সংসদ সদস্য মোকাব্বির খান তাৎক্ষণিক মুঠোফোনে কথা বলেন পানি উন্নয়ন বোর্ড সিলেটের সহকারী প্রকৌশলী সেলিম জাহাঙ্গীরের সাথে। ওই ভাঙ্গন এলাকায় দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তাকে নির্দেশ দেন তিনি।
    এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এএইচএম ফিরোজ আলী, লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য আবদুল বাছিত রফি, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, স্থানীয় ইউপি সদস্য সিরাজ উদ্দিন আহমদ, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নাজমুল হক, আওয়ামী লীগ আবদুল মতিন, সৌদি আরব প্রবাসী আশিক মিয়া, ইতালী প্রবাসী নুর উদ্দিন প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ