বিস্তারিত
  • বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স প্রীতিগঞ্জবাজারে নির্মাণের দাবি


    বিশ্বনাথ বিডি ২৪ || 28 November, 2021, 5:34 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪::-বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নে সরকারিভাবে যে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ চলমান রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়নের প্রীতিগঞ্জবাজারে কমপ্লেক্সের নামে দান করা জায়গায় নির্মাণের দাবি জানানো হয়েছে।

    এই দাবিতে গতকাল রবিবার স্থানীয় প্রীতিগঞ্জবাজারে এলাকাবাসীর উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সৎপুর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন একই মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ক্বারী মাওলানা জমিরউদ্দিন, মোহাম্মদপুর গ্রামের শায়েস্তা হোসেন, প্রীতিগঞ্জবাজার পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক ডা. আফরোজ আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সদস্য বখতিয়ার আহমদ, মিছিরুল ইসলাম, জয়নগর গ্রামের আমিনুর রহমান চুনু, প্রয়াগমহল গ্রামের জয়নুল আবেদীন।
    বক্তারা বলেন, ‘২০০৭ সালে খাজাঞ্চী ইউনিয়নের পশ্চিম প্রয়াগমহল মৌজায় ৩০ শতক জায়গা খাজাঞ্চী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের নামে রেজিষ্ট্রী করে দেওয়া হয়। পরে ২০২০ সালে সংশোধনীর মাধ্যমে ফের জায়গাটি রেজিষ্ট্রী ও নামজারি করে দেওয়া হয় কমপ্লেক্সের নামেই। ওই ৩০ শতক ভূমির দাতা চন্দ্রগ্রাম গ্রামের আবদুল লতিব খান।

    কিন্তু হঠাৎ করে একটি পক্ষ দাবি তুলেছেন খাজাঞ্চী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স যেন ইউনিয়নের মধ্যবর্তী জায়গায় নির্মাণ করা হয়। জায়গা দান করার পর, কমপ্লেক্সের নামে রেজিষ্ট্রী ও নামজারির পর হঠাৎ করে মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবি তোলা অযৌক্তিক। আমরা আশা করব, ইউনিয়নবাসীর স্বার্থে, ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবার স্বার্থে পূর্ব নির্ধারিত স্থানে কমপ্লেক্সটি নির্মাণের সাথে ওই পক্ষও একমত হবেন।

    সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে, খাজাঞ্চী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স প্রীতিগঞ্জবাজারে আবদুল লতিব খানের দান করা ওই ৩০ শতক জায়গায়ই যেন নির্মাণ করা হয়।’
    সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজউদ্দিন আহমদ, ইউপি সদস্য শফিক আহমদ, প্রয়াগমহল গ্রামের তৈমুছ আলী, শফিক খান, মৌরশ খান, আবু মিয়া, ইশাদ আলী, কাবিলপুর গ্রামের আবদুল মনাফ, উম্মর আলী, কামরুল ইসলাম বাদশাহ, মাওলানা আবদুল করিম, সাহাবউদ্দিন, আবদুল হান্নান, চন্দ্রগ্রাম গ্রামের জ্যোতির্ময় দে মতি, কনক রঞ্জন নাথ, বকুল ঠাকুর, সমুজ আলী, হামদরচক গ্রামের মতিউর রহমান, আবদুন নুর, হাজী আছাব আলী, বরকত মিয়া, শামীম আহমদ, নোয়ারাই গ্রামের আবদুল খালিক, পরিমল দাস, রায়পুর গ্রামের আতাউর রহমান, প্রতাপপুর গ্রামের শহিদ আহমদ, ভোলাগঞ্জ গ্রামের মাসুক মিয়া, রফিক আহমদ, খালিক মিয়া, সোনাউদ্দিন, মানিক মিয়া, আবদুল গফুর, তোরন মিয়া, সিরাজ মিয়া, কুড়িখলা গ্রামের আবদুন নুর, আবুল কালাম, নজরুল ইসলাম, গনাইঘর গ্রামের শফিক মিয়া, পাকিছিরি গ্রামের ফেরদৌস মিয়া, রহমান মিয়া, কছির মিয়া, কুতুব মিয়া, ভাটপাড়া গ্রামের ইসলাম উদ্দিন, মুজিবুর রহমান, তেঘরি গ্রামের ফখরুল ইসলাম প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ