বিস্তারিত
  • বিশ্বনাথে এবিসি ইংলিশ ইনষ্টিটিউটের সেমিনার অনুষ্ঠিত


    বিশ্বনাথ বিডি ২৪ || 27 November, 2021, 5:54 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪::-বিশ্বনাথে ইংরেজী ভাষা শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবিসি ইংলিশ ইন্সটিটিউটের সেমিনার আজ শনিবার (২৭ নভেম্বর) পৌরশহরের সেবা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন। সেমিনারে ইংরেজি ভাষা শিক্ষা ও কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা ও ফ্রি ক্লাস নেন এবিসি ইংলিশ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা প্রধান মো. উমর ফারুক।
    সেমিনার শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুমি বেগম বিজয়ী হয়ে জিতে নেন কম্পিউটার। এছাড়া বিজয়ী হন সেমিনারে অংশ নেয়া আরো ৮ জন শিক্ষার্থী।
    পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের প্রভাষক আব্দুস সালাম, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দুলাল আহমদ লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহসভাপতি তজম্মুল আলী রাজু, শিক্ষানুরাগী রফিক আলী, আব্দুল হালিম মাসুম, ধারাভ্যাষ্যকার এ কে এম তুহেম, এবিসি ইংলিশ ইন্সটিটিউটের ডিরেক্টর অ্যান্ড মডারেটর বাদল আহমদ, ডিরেক্টর অ্যান্ড অফিস এক্সিকিউটিভ আলমগীর হোসেন, ডিরেক্টর অ্যান্ড মডারেটর আশরাফুল আলম, ডিরেক্টর অ্যান্ড অফিস এক্সিকিউটিভ আব্দুল আহাদ, ডিরেক্টর অ্যান্ড স্পোকেন ইংলিশ ট্রেইনার মুহিবুর রহমান মুসা, কম্পিউটার ট্রেইনার তানিয়া বেগম, নোভা বেগম, মডারেটর মনিরা বেগম জেরিন, শিক্ষক মো. সুমেল, আলী আকবর, শুভ, জিমি বেগম, তানভির আহমদ, তরিকুল ইসলাম।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ