বিস্তারিত
  • বিশ্বনাথে প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধুর অবদান এবং শিক্ষা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


    বিশ্বনাথ বিডি ২৪ || 03 October, 2021, 5:48 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪::-আজ অক্টোবর রবিবার (৩ অক্টোবর) ”স্বাধীনতাত্তোর প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধুর অবদান এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রাথমিক শিক্ষা” শীর্ষক এক সেমিনার জুম এপ্লিকেশনের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

    সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
    উপজেলা নির্বাহী অফিসার সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ।
    সহকারি উপজেলা শিক্ষা অফিসার সোহেল রানার উপস্থাপনায় সেমিনারে অংশ গ্রহন করেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দেব, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আতিকুর রহমান, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, আল-এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌছ আলী, তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু।

    এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ