বিস্তারিত
  • বিশ্বনাথে সায়মন হত্যা মামলার আসামি গ্রেফতার


    বিশ্বনাথ বিডি ২৪ || 06 April, 2021, 8:42 PM || বিশ্বনাথ


    বিম্বনাথবিডি২৪:: বিশ্বনাথে যুবক সায়মন হত্যা মামলার দ্বিতীয় আসামি তাহিদ আলী
    (২৪) কে গ্রেফতার করা হয়েছে। সে পৌরসভার জানাইয়া উত্তর মশুলা গ্রামের
    মোস্তাব আলীর ছেলে।

    আজ মঙ্গলবার বেলা ১টায় উপজেলার রামপাশা ইউনিয়নের নরসিংপুর ও নকিখালি এলাকার মধ্যখানের কালভার্ট থেকে তাকে প্রথমে আটক করেন স্থানীয় জনতা। খবর পেয়ে থানা পুলিশ পৌছে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।

    এর ক’দিন আগে প্রধান আসামি এনাম উদ্দিন (২৩) কে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার
    করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু।

    গ্রেফতারের সত্যতা স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকতর্া অরুপ সাগর বলেন, আগামীকাল হত্যা মামলার আসামী তাহিদ আলীকে আদালতে প্রেরণ করা হবে।
    প্রসঙ্গত, গেল ২০ মার্চ রাত ১০টায় সদর থেকে বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদ
    সড়ক এলাকায় ছুরিকাঘাতে খুন হন ইরমান আহমদ সায়মন (২৪) নামের ব্যবসায়ী
    যুবক।

    তিনি পৌরসভার জানাইয়া দক্ষিণ মশুলা গ্রামের মছলন্দর আলীর ছেলে।
    এ ঘটনায় নিহতের বড় ভাই ময়নুল ইসলাম সুমন এটিকে ‘পরিকল্পিত হত্যাকান্ড’
    উল্লেখ করে , একই গ্রামের গ্রমের মনোহর আলীর ছেলে এনাম উদ্দিন (২৩),
    মোস্তাব আলীর ছেলে তাহিদ আলী (২৪), আব্দুল মছব্বিরের ছেলে আফজাল হোসেন
    লায়েক (১৯), মৃত তাহির উল্লাহর ছেলে ফয়েজ আহমদ (২৪) ও তোরাব আলীর ছেলে
    তারেক আহমদ (২১) কে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা (নাম্বার-২৭,
    তাং-২২.০৩.২১) দেন। ঘটনার পর অভিযুক্ত লায়েক, ফয়েজ ও তারেককে গ্রেফতার
    করলেও পালিয়ে যায় খুনি এনাম উদ্দিন ও তাহিদ আলী।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ