বিস্তারিত
  • বঙ্গবন্ধুর সোনা বাংলা করতে কোরআনের বিকল্প নেই : এনায়েতুল্লাহ আব্বাসী


    বিশ্বনাথ বিডি ২৪ || 19 January, 2021, 7:05 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:- বিশিষ্ঠ ইসলামি চিন্তাবিদ মুফতি ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী বলেছেন, পৃথিবীর সব রাষ্ট্র থেকে আমাদের দেশে মসজিদ, মাদ্রাসা সবচেয়ে বেশী, ওয়াজের মাহফিল বেশী।

    কিন্তু বাস্তবে মুসলমানের চেয়ে অন্য ধর্মের মানুষেরা কোরআন থেকে বেশী উপকার পাচ্ছেন। আমরা কোরআনের গুরুত্ব বুঝে ও না বুঝার চেষ্ঠ করি বলে আমাদের সমাজে অশান্তি, হানাহানি, মারামারি।

    তিনি বলেন, কোরআন সুন্নাহর ভিত্তিতে বঙ্গবন্ধুর সোনা বাংলাকে গড়ে তুললে রাষ্ট্রে রাষ্ট্রে শান্তি আসবে, অশান্তি চলে যাবে।

    তিনি আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আনরপুর-বিশঘর ও বৃহত্তর এলাকাবাসি আয়োজিত আনপুর গ্রামের পূর্বের মাঠে এলাকার মুর্দেগানদের ঈসালে সাওয়াব উপলক্ষে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    বিশিষ্ঠ রাজনীতিবীদ অ্যাডভোকেট শাহ মো. মোসাহিদ আলীর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন হযরত মাওলানা ক্বারী সাইয়্যেদ মুহাম্মদ ওবায়দুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, বিশিষ্ঠ ইসলামি চিন্তাবিদ মাওলানা নাঈমুর রহমান, মাওলানা দিলওয়ার হোসেন আল-জামী, মুফতি শাহ সৈয়দ আমিনুল ইসলাম নূরী, মুফতি মো. নাজিম উদ্দিন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ